আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১,মুহতারাম,আমাদের অনেক কাজ সুন্নাতের অনুসরণ করে করি,কিন্তু হয়ত আমরা জানিইনা এটা সুন্নাত।যেমন আমার স্ত্রী ঘুম থেকে হাত ধোয়া তার অভ্যাস।রাসুল সাঃ যেহেতু ঘুম থেকে উঠে হাত না ধুয়ে কিছু না খেতে বলছেন।
কিন্তু সে জানেনা এটা সুন্নাত,সে অভ্যাস বশত করে।তবুও কি সে সওয়াব পাবে?
২,আমার প্যান্টের কোমরের নিচে দু ঊরুতে ছিদ্র আছে।তবে প্রত্যেক্টি উরুর চার ভাগের এক ভাগ ও হবেনা।হয়ত দশ/বিশ ভাগের একভাগ হবে।যেহেতু উরু একটা অংগ।এমতাবস্থায় ইচ্ছাক্রিত এই প্যান্ট পড়ে নামাজ পড়ে জায়েজ হবে?
৩,আমি জানতাম ও মান্তাম যে ২য় রাকাতে তাশাহুদ ব্যতীত ভুলে দাঁড়িয়ে গেলে, তেলাওয়াত শুরু করার পর(মনে পড়লে যে তাশাহুদ পড়িনি) আবার বসে গেলে সাথে সাথে তাহলে নামাজ ভংগ হবে।উচিত হল তেলাওয়াত চালিয়ে যেয়ে শেষ বৈঠকে সিজদা সাহু দেয়া।
আমি ভুল করে তাশাহুদের জন্য না বসে দাঁড়িয়ে গিয়েছি,বিসমিল্লাহ শব্দটুকু বলেছি তখন মনে পড়া মাত্র কোনো রকম চিন্তা না করে ডিরেক্ট বসে গেছি,তাশাহুদ পড়ে এরপর বাকি নামাজ ও সাহু সিজদা দিসি।এতে কি আমার মআক হয়েছে? উল্লেখ্য বিসমিল্লাহ কে আমি সুরা ফাতিহার আয়াত ভাবি
৪, যদি আমার পূর্বের জীবনের কাযা রোযা থাকে। ধরুন ২০১১ সাল থেকে ২০২০ অব্দি। ত আমি যদি আগে ২০১৪ সালের রোযা করতে চাই, সমস্যা হবে? এজন্য কি সিরিয়াল মোতাবেক করা জরুরি?নামাজজের মত সাহিবে তারতীব আছে কি?