আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
199 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (62 points)
আসসালামু আলাইকুম।  ইসলামে আত্নীয়তার সম্পর্ক রক্ষার প্রতি অশেষ গুরুত্ব আরোপ করেছে।তাই মেয়েদের বিয়ের পরে শশুর শাশুড়ী র যত্ন নেয়ার কথাও বিস্তারিত প্রেক্ষাপটে বলা হয়েছে৷ এখন একটা মেয়ের সংসার যদি এমন হয় শশুর শাশুড়ী, ভাসুর জা, ও তাদের সন্তানদের নিয়ে, এখন যেকোন কারনেই হোক মেয়েটা যদি শুধু শশুর শাশুড়ী নিয়ে থাকতে চায়,  ভাসুর ও তাদের পরিবার থেকে " নিরাপদ দূরত্ব " মেইন্টেইন করে আত্নীয়তার সম্পর্ক রক্ষা করতে চায় এবং তাদের হক কিছুটা দূরে থেকে বসবাস করে আদায় করতে চায় তাহলে সেটা কি কোন নাজায়েজ চাওয়া বা দুয়া হবে?
এখানে উল্লেখ্য যে মেয়েটা তার স্বামীকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, তাদের টাকা পয়সা দিতে, তাদের হক আদায় করতে,  তাদের প্রয়োজনে পাশে দাড়াতে বা সাহায্য করতে বিন্দুমাত্র বাধা তো দেবেই না বরঞ্চ আরো উদবুদ্ধ করে। কিন্তু কিছু পারিবারিক কারনে সে চাচ্ছে ভাসুর দের ফ্লাট ও তার স্বামীর ফ্লাট কিছুটা দূরে দূরে হোক। যাতে করে আত্মীয়তার সম্পর্ক ও রক্ষা করা যায় আবার নিরাপদ দূরত্বেও থাকা যায়।।
( ভাসুরদের হারাম ইনকাম,  পর্দা রক্ষা, ব্যক্তিগত প্রাইভেসি রক্ষা, বাচ্চার তারবিয়াহ এখানে ফ্যাক্ট)
by (62 points)
আরেকটা কথা,  বিয়ের আগে পাত্র জানিয়েছিল যে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হবে। তখন পাত্রীও জানিয়েছিল যে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে প্রয়োজনীয় সাপোর্টও পাত্রীকে দিতে হবে পাত্রের। কিন্তু এখন ভাসুরদের সাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গিয়ে তাদের হারাম ইনকাম ফ্যামিলিতে মিশে যাওয়া, পর্দা ইস্যু,  বাচ্চার তারবিয়াহ ইত্যাদি ইসুতে পাত্র পাত্রীকে ভাল সাপোর্ট দিতে পারছেনা। 
এমতাবস্থায় যদি পাত্রী ভাসুর থেকে দূরে সংসার করতে চায় তাহলে কি বিয়ের আগের প্রদত্ত শর্তের লংঘন করার কারনে কোন গুনাহ হবে পাত্রীর? 
উল্লেখ্য পাত্রের ইনকাম হালাল, ভাসুর রা সুদি ব্যাংক কর্মকর্তা। 

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ "আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " সিলাহ রেহমি বিষয়টাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে।যেমন,
بِمَ تَحْصُل الصِّلَةُ؟
تَحْصُل صِلَةُ الأَْرْحَامِ بِأُمُورٍ عَدِيدَةٍ مِنْهَا:
الزِّيَارَةُ، وَالْمُعَاوَنَةُ، وَقَضَاءُ الْحَوَائِجِ، وَالسَّلاَمُ، لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بُلُّوا أَرْحَامَكُمْ وَلَوْ بِالسَّلاَمِ وَلاَ يَكْفِي مُجَرَّدُ السَّلاَمِ عِنْدَ أَبِي الْخَطَّابِ
كَمَا تَحْصُل الصِّلَةُ بِالْكِتَابَةِ إِنْ كَانَ غَائِبًا، نَصَّ عَلَى ذَلِكَ الْحَنَفِيَّةُ وَالْمَالِكِيَّةُ وَالشَّافِعِيَّةُ، وَهَذَا فِي غَيْرِ الأَْبَوَيْنِ، أَمَّا هُمَا فَلاَ تَكْفِي الْكِتَابَةُ إِنْ طَلَبَا حُضُورَهُ
সাক্ষাতের মাধ্যমে, দেখার মাধ্যমে,আত্মীয়র প্রয়োজন পূর্ণ করার মাধ্যমে,সালামের মাধ্যমে সিলাহ রেহমি করা যেতে পারে।রাসূলুল্লাহ সাঃ বলেন,আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো চায় সালামের মাধ্যমেই হোক না কেন।আবুল খাত্তাব হাম্বলী রাহ এর দৃষ্টিতে শুধুমাত্র সালাম সিলাহ রেহমির জন্য যথেষ্ট হবে না।
কেউ অনুপস্থিত থাকলে চিঠির মাধ্যমেও সিলাহ রেহমি করা যেতে পারে।এটা হানাফি, মালিকী এবং শাফেয়ী মাযহাবের সিদ্ধান্ত।এ হুকুম মাতা-পিতা ব্যতীত অন্যান্যদের বেলায় প্রযোজ্য।মাতা-পিতা তাদের সন্তানকে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে তখন চিঠি দ্বারা সিলাহ রেহমি করা যথেষ্ট হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1577

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, আপনি ভাসুর থেকে কিছুটা দূরত্বে অথবা পৃথক বাড়ীতে থাকার আবেদন স্বামীর কাছে করতে পারবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/430


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...