আসসালামু আলাইকুম। ইসলামে আত্নীয়তার সম্পর্ক রক্ষার প্রতি অশেষ গুরুত্ব আরোপ করেছে।তাই মেয়েদের বিয়ের পরে শশুর শাশুড়ী র যত্ন নেয়ার কথাও বিস্তারিত প্রেক্ষাপটে বলা হয়েছে৷ এখন একটা মেয়ের সংসার যদি এমন হয় শশুর শাশুড়ী, ভাসুর জা, ও তাদের সন্তানদের নিয়ে, এখন যেকোন কারনেই হোক মেয়েটা যদি শুধু শশুর শাশুড়ী নিয়ে থাকতে চায়, ভাসুর ও তাদের পরিবার থেকে " নিরাপদ দূরত্ব " মেইন্টেইন করে আত্নীয়তার সম্পর্ক রক্ষা করতে চায় এবং তাদের হক কিছুটা দূরে থেকে বসবাস করে আদায় করতে চায় তাহলে সেটা কি কোন নাজায়েজ চাওয়া বা দুয়া হবে?
এখানে উল্লেখ্য যে মেয়েটা তার স্বামীকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, তাদের টাকা পয়সা দিতে, তাদের হক আদায় করতে, তাদের প্রয়োজনে পাশে দাড়াতে বা সাহায্য করতে বিন্দুমাত্র বাধা তো দেবেই না বরঞ্চ আরো উদবুদ্ধ করে। কিন্তু কিছু পারিবারিক কারনে সে চাচ্ছে ভাসুর দের ফ্লাট ও তার স্বামীর ফ্লাট কিছুটা দূরে দূরে হোক। যাতে করে আত্মীয়তার সম্পর্ক ও রক্ষা করা যায় আবার নিরাপদ দূরত্বেও থাকা যায়।।
( ভাসুরদের হারাম ইনকাম, পর্দা রক্ষা, ব্যক্তিগত প্রাইভেসি রক্ষা, বাচ্চার তারবিয়াহ এখানে ফ্যাক্ট)