ফতওয়াঃ- "যে জান্নাতি নারী বিবাহিতা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তবে তার স্বামী যদি জাহান্নামি হয়, তখন সে জান্নাতে প্রবেশের পর সেখানে অনেক পুরুষ দেখতে পাবে, যারা বিয়ে করেনি অথবা বিয়ে করেছে; কিন্তু তাদের স্ত্রী জাহান্নামি। তাদের থেকে পছন্দমাফিক একজনকে স্বামী হিসেবে বেছে নিতে পারবে। (মাজমু ফাতাওয়া ওয়া রাসায়েলে ইবনে উসাইমিন : ২/৩৮)"
আমার প্রশ্ন হলঃ-
১। এখানে জাহান্নামি বলতে চিরস্থায়ী জাহান্নামী নাকি শাস্তির পর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতীর কথা বুঝানো হয়েছে?
২। (জরুরি) স্বামী-স্ত্রী দুজনই যদি চিরস্থায়ী জাহান্নামী না হয়, অর্থাৎ শাস্তির পর জান্নাতী, তখন একজন যদি আগে বের হয়, তাহলে কি একজন আরেকজনের জন্য অপেক্ষা করতে পারবে? বা সাময়িকভাবে জাহান্নামে শাস্তিরত তার দুনিয়ার সঙ্গিকে চাইতে পারবে? কুরান-সুন্নাহ কি বলে?
-জাজাকাল্লাহ খায়রান।