আসসালামু আলাইকুম হুজুর,,
১, যাদুতে আক্রান্ত হলে কতদিন পর্যন্ত এর প্রভাব থাকে,
২, আমার স্বামীকে মনে হয় যাদু করেছে,, উনি নামাজ পড়ে কিন্তু দোয়া দুরুদ ও পরিপূর্ণ ভাবে মাসনুন আমল গুলো করেন না,, উনার চিকিৎসা কিভাবে করাবো??
৩,আমি আমার স্বামীকে সূরা নাস ও ফালাক পড়ে ফু দিলে কি কাজ হবে।
৪, যাদুতে আক্রান্ত হলে কি সারাজিবন যাদুর প্রভাব থেকে যায়??
৫, অনেক হুজুর আছেন যারা শরীর বন্ধের তাবিজ দেন , যাতে কেউ যাদু করলে না লাগে। শরীর বন্ধের তাবিজ বলতে কি কিছু আছে। এটা শরীরে পড়া কি জায়েজ?
এই প্রশ্নের উত্তর গুলো জানা আমার খুব জরুরি।