السلام عليكم ورحمة الله وبركاته
একজন সালাফি ভাই প্রশ্ন করেছেন যে হানাফী মাজহাবের ফিক্বহ অনুসারে অযু করা অবস্থায় কোনো ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তির সাথে স্ত্রীকে স্পর্শ (touch) করলে অযু ভেঙে যায়।
অন্যদিকে শাফী মাজহাবের ফিক্বহ অনুসারে অযু করা অবস্থায় কোনো ব্যক্তি (ইন্দ্রিয় তৃপ্তি নয়) শুধু স্পর্শ (touch) করলেই অযু ভেঙে যায়।
এখন প্রশ্ন হলো হানাফী মাজহাব অনুসরণ করেন এরকম ইমামের পেছনে শাফী মাজহাব অনুসরণ করা কোনো মুসলিম নামাজ পড়লে নামাজ হবে কি? কারণ ইমামের অযু শাফী মাজহাব অনুসারে ঠিক আছে কি না এর আশঙ্কা আছে।
এখানে উল্লেখ্য যে উনি বুঝাতে চেয়েছেন যে ফিক্বহী মাসা‘আলার ভিন্নতার কারণে উক্ত হানাফী ইমামের অযু কি ঠিক থাকবে যেহেতু মুক্তাদী শাফী মাজহাব অনুসরণ করেন?
جزاك الله خيرا واحسن الجزاء