ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) এখন ঐ ছেলের সাথে কথা বলার কোনো প্রয়োজনিয়তা নাই।
(২) আমার মাকে মনে পরা ঘটনা খুলে বলছি সে বলছে আমি কিছু জানিনা। আমার যা বলার বলছি আমার ওতো কথা মনে থাকে না। আমি আর কিছু বলবো না / জানি না। আমি তখন রেগে বলছি তুমি ইসলাম সম্পর্কে কিছুই জানো না।
আপনার মায়ের এমন কথায় আপনার এখন কার বৈবাহিক জীবনে কোন সম্যসা হবে না।
(৩) আমি কখনো আমার মাকে ঐ ছেলের সাথে আমাকে বিয়ে করায় দাও বা বিয়ে দিয়ে দাও বলছি কি না? একটু ওয়াসওয়াসায় পড়ে । কিন্তু আমার ১০০% মনে পড়ে যে, আমি এমন কথা বলি নাই। মাকেও জিজ্ঞেস করছি ১ বার সে বলছে না বলো নাই। আর জিজ্ঞেস করি নাই৷ তারপর আবারও জিজ্ঞেস করছি সে কুুুরআন শরীফ ছুয়ে বলছে না বলো নাই। আর আমার জানার জন্য প্রশ্ন হলো যেখানে আমার মনে আছে আমি তাকে বিয়ে দিয়ে দাও বলি নাই সেও না বলছে তারপরও এমন প্রশ্ন মনে আসে সে যদি বলতো হ্যা বিয়ে দিয়ে দাও বলছো,বা আমার মনে নাই বা আমার পুরানো কথা মনে পড়ে না বা জানি না।
তাহলে আপনার মায়ের এই মিথ্যা কথা বলার জন্য বা আপনার প্রথম দিকে সন্দেহ আসার জন্য আপনার এখন কার বৈবাহিক জীবনে কোন রকম কোন সমস্যা হবে না।
(৪) আপনার মায়ের ঘটনা মনে থাকুক বা না থাকুক, অথা আপনার মনে আছে,
এই কথার উপর আমল করলে আপনার এখনকার বিবাহিত জীবনে কোন সম্যসা হবে না।