আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। উস্তাদ বর্তমানে এক ওয়েবসাইট (নাম বলতে চাচ্ছিনা ১০০% জায়েজ না জেনে) থেকে অনেক মানুষ অর্থোপার্জন করতেছে , তাদের ভাষ্যমতে , ( এই ওয়েবসাইট - তাদের বণিকদের ব্যাপক পণ্য রাঙ্কিং উন্নত করতে সাহায্য করে এবং বণিকদের উচ্চতর বিক্রয় ও আয় তৈরি করতে সাহায্য করে ) ।eBay,
, amazon এর মতো ই কমার্স সাইট গুলির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।এতে করে এই ওয়েবসাইট ই- কমার্স প্লাটফর্ম গুলির সকল অর্ডার এই ওয়েবসাইটের সদস্য দের মাধ্যমে সম্পন্ন করে থাকে । এতে করে উক্ত ওয়েবসাইটের সদস্যরা যার যার ইনভেস্ট অনুযায়ী ই কমার্স প্লাটফর্মের অর্ডারগুলো সম্পন্ন করে অর্ডার প্রতি কমিশন পেয়ে থাকেন ।. তারা বলছে এখানে কাজ করা হালাল। এখানে কাজ করা কি বৈধ হবে?
উস্তাদ আমার আরেকটি বিষয় প্রশ্ন আছে! ওখানে ইনকাম করার দুইটি উপায় আছে। দ্বিতীয় উপায়টি হচ্ছে শেয়ার মাধ্যম, অর্থাৎ আমি আমার দলে যতগুলা লোক ঢুকাবো এর বিনিময়ে আমার কমিশন বৃদ্ধি পাবে। তারা যতদিন কাজ করবে ততদিন আমি কমিশন পেতে থাকবো কিন্ত তারা যদি তাদের মাধ্যমে কাউকে নিয়োগ দেয় তাহলে তার কমিশন উক্ত ব্যক্তি পাবে আমি পাবোনা। অর্থাৎ সরাস‌রি রেফারের মাধ্যমে বোনাস পাবো কিন্ত রেফারের রেফার যেটা হয় তার মাধ্যমে বোনাস পাবোনা। তাদেরকে কাজটা সম্পর্কে বোঝাতে হবে এবং শেখাতে হবে পরবর্তী যদি কোন সমস্যা হয় এটার মোকাবেলা করতে হবে সাধ্যের মধ্যে।এখন আমি আপনার কাছে জানতে চাই এটা কি আসলেই বৈধ..? দয়া করে উত্তর দিলে অনেক উপকৃত হব ইংশাআল্লাহ। এ দুটি নিয়ম মেনে আমি কি কাজ করে যেতে পারি?