আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ,
আলহামদুলিল্লাহ, ifatwa তে ডিজিটাল ছবি নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। তবে কিছু প্রশ্ন রয়ে গিয়েছে,
১. কোনো মেয়ে বর্তমানে খাস পর্দা করে এবং এ ব্যপারে খুব কঠোর। তবে তার ল্যাপটপে এমন অনেক ছবি (soft copy) রয়েছে যেখানে তার পর্দা স্পষ্ট নষ্ট হচ্ছে। স্মৃতি হিসেবে সেগুলো রেখে দেয়ার ইচ্ছা রয়েছে। এমতাবস্থায়, উক্ত ছবিগুলো ল্যাপটপে রেখে দেয়া উচিত হবে?
২. তাকি উসমানির ফাতওয়া পড়ে বোঝা যায়, অপ্রয়োজনীয় কোনো ছবিই তোলা কিংবা রাখা উচিত নয়। তবে, ছোট বেলার কিছু ছবি প্রিন্ট করে এলবামে রেখে দেয়া হয়েছে যা সর্বদা প্রদর্শীত হচ্ছে না। এমন ছোট বেলার ছবিগুলো স্মৃতি হিসেনে এলবামে (hard copy) এবং ল্যাপটপে (soft copy) রাখা উচিত হবে কি না?
৩. ছোট বেলার কিছু ভিডিও রেখে দেয়া উচিত হবে? যেখানে পর্দা লংঘন হয় না?
৪. প্রয়োজন ব্যতীত, স্মৃতি হিসেবে ছেলেদের ডিজিটাল ছবি (soft copy) সংরক্ষণের ব্যাপারে হুকুম কি?
৫. প্রন্ট করা ছবি (hard copy) যদি বাসায় প্রদর্শন না করে, আলমারীতে রাখা হয়, যা সর্বদা দেখা হয় না, এটি জায়েজ হবে কি না?
৬. ছেলেদের নিজস্ব ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার দেয়া যাবে?
জাজাকাল্লাহ খাইরান উস্তাদ।