ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রদ্দুল মুহতারে বর্ণিত রয়েছে,
وَفِي جَامِعِ الْجَوَامِعِ: اشْتَرَى الزَّوْجُ طَعَامًا أَوْ كِسْوَةً مِنْ مَالٍ خَبِيثٍ جَازَ لِلْمَرْأَةِ أَكْلُهُ وَلُبْسُهَا وَالْإِثْمُ عَلَى الزَّوْج ِتَتَارْخَانِيَّةٌ
যদি স্বামী সন্দেহজনক মাল দ্বারা খাদ্য বা কাপড় ক্রয় করে,তাহলে স্ত্রীর জন্য উক্ত খাদ্য এবং কাপড়-কে গ্রহণ করা জায়েয রয়েছে। গোনাহ অবশ্য স্বামীরই হবে।(তাতারখানিয়া)(রদ্দুল মুহতার-৬/১৯১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/782
প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই/বোন!
আপনার জন্য উত্তম হবে, এই মুহূর্তে হালাল ইনকাম করেন, এমন পাত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।
যদি আপনার পরিবার এমন কোনো পাত্রের সন্ধান না পান, তাহলে এক্ষেত্রে আপনি তাদের সাহায্য করতে পারেন। পরিচিতজনদের সাহায্য নিয়ে এমন পাত্র খুজে বের করে আপনার পরিবারের সামনে উপস্থাপন করতে পারেন। হ্যা যদি তারপরও সম্ভব না হয়, তাহলে তুলনামূলক কম হারাম ইনকাম রয়েছে, এমন কোনো পাত্র খুজে বের করে তার সাথে বিবাহের ব্যবস্থাও করতে পারেন।যদি শতচেষ্টার পরও এমন কোনো পাত্রর সন্ধান না পান, তাহলে আপনার পরিবার যেই পাত্রর কথা বলেন, তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিবাহই একমাত্র আপনার সমাধান।