আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
129 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
edited by
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু্।

আমি অনেক কষ্ট করে পরিবারকে রাজি করিয়ে পড়ালেখা করেছি ডিপ্লোমা নাসিং কোর্স কমপ্লিট করেছি ২০২১ এ এই কোর্সে অনেক টাকা খরচ হয়েছে যেহেতু প্রাইভেট ইনস্টিটিউট থেকে পড়েছি। তারপর জব করেছি কিছুদিন একটা প্রাইভেট হাসপাতালে কয়েকমাস আল্লাহ পাক হেদায়েত দান করেছেন বলে দ্বীনের পথে এসেছি তখন থেকে মনে হতো চাকরিতে দ্বীনের পথে অতল থাকা সম্ভব না। বিশেষ করে পদা ম্যানটেইন করা আর নন-মাহরাম মেইনটেইন করা কোন মতেই সম্ভব হয়না যেহেতু হসপিটাল। আর তাই চাকরি ছেড়ে বাড়িতে চলে আসি ৯ মাস আগে।এই ৯ মাস আমি বিয়ের জন্য অনেক চেষ্টা করেছি আমার পরিবারের দ্বীনের প্রতি ধারণা কম তাই তারা যে ছেলে আনতো সব হারাম ইনকাম ছিল যার কারণে আমি প্রত্যাখান করি। এখন আমার পরিবার আমাকে চাপ দিচ্ছে চাকরি করতে তাদের ধারণা আল্লাহ পাক যখন বিয়ে কপালে লিখেছেন তখনই হবে আমি যেন ততদিন চাকরি করি। আমি এই ৯ মাস অনেক বোঝিয়েছি তাও পরিবার দ্বীনের ব্যাপারে বোঝে নাই তারা বলেন মেয়েরা তো চাকরি করে আমি কেন বসে আছি দ্বীনের অজুহাতে। আমার পরিবারের দাবি হই চাকরি করতে হবে নয়তো তাদের পছন্দমত ছেলেকে বিয়ে করতে হবে সে যদি দ্বীনদার নাও হয় বা হারাম ইনকাম করে তাও। আর আমাকে চাকরি করতে বলেছে আমার পরিবার। নয়তো এমতাবস্থায় আমার কি করা উচিত?

আমার আব্বু এখন বেকার বড় ভাই একাই বাড়ির খরচ চালান।আমার ছোট ভাই বোনের পড়ালেখা দায়িত্ব আমাকে নিতে বলেছেন এখন আমার চিন্তা আমি চাকরি করলে দ্বীনের পথে অটুট হয়ে থাকতে পারবো কিনা আর দ্বীনদার জীবনসঙ্গী পাবো কিনা আর চাকরি না করলে আমার পরিবার আর ছোট ভাই বোনের হক নষ্ট হবে কিনা? আমি গোনাহগার হবো কিনা? আমার চাকরি করা জায়েয হবে কিনা?

1 Answer

0 votes
by (606,150 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রদ্দুল মুহতারে বর্ণিত রয়েছে,
وَفِي جَامِعِ الْجَوَامِعِ: اشْتَرَى الزَّوْجُ طَعَامًا أَوْ كِسْوَةً مِنْ مَالٍ خَبِيثٍ جَازَ لِلْمَرْأَةِ أَكْلُهُ وَلُبْسُهَا وَالْإِثْمُ عَلَى الزَّوْج ِتَتَارْخَانِيَّةٌ
যদি স্বামী সন্দেহজনক মাল দ্বারা খাদ্য বা কাপড় ক্রয় করে,তাহলে স্ত্রীর জন্য উক্ত খাদ্য এবং কাপড়-কে গ্রহণ করা জায়েয রয়েছে। গোনাহ অবশ্য স্বামীরই হবে।(তাতারখানিয়া)(রদ্দুল মুহতার-৬/১৯১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/782

প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই/বোন!
আপনার জন্য উত্তম হবে, এই মুহূর্তে হালাল ইনকাম করেন, এমন পাত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।
যদি আপনার পরিবার এমন কোনো পাত্রের সন্ধান না পান, তাহলে এক্ষেত্রে আপনি তাদের সাহায্য করতে পারেন। পরিচিতজনদের সাহায্য নিয়ে এমন পাত্র খুজে বের করে আপনার পরিবারের সামনে উপস্থাপন করতে পারেন। হ্যা যদি তারপরও সম্ভব না হয়, তাহলে তুলনামূলক কম হারাম ইনকাম রয়েছে, এমন কোনো পাত্র খুজে বের করে তার সাথে বিবাহের ব্যবস্থাও করতে পারেন।যদি শতচেষ্টার পরও এমন কোনো পাত্রর সন্ধান না পান, তাহলে আপনার পরিবার যেই পাত্রর কথা বলেন, তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিবাহই একমাত্র আপনার সমাধান।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...