১. "ভবিষ্যতে কাফের হওয়ার নিয়ত করলে কাফের হয়ে যায় " এমনটা আমরা জানি। তবে আপনি একটা প্রশ্নের জবাবে বলেন,
প্রশ্নঃ কেও যদি ভাবে যে এইরকম পরিস্থিতি আসলে বিদেশে সহজে যাওয়ার জন্য কুফরী করে ফেলবে ও পরে তওবা করে নিবে, কিন্তু পরক্ষণেই তার এই ভাবনার জন্য অনুতপ্ত হলো। এভাবে কুফরি করার নিয়ত করলে কি সে কাফের হয়ে যাবে?
জবাবঃ(০৪)এভাবে শুধুমাত্র কুফরি করার নিয়ত করলে সে কাফের হয়ে যাবেনা।
( এই লিংক এর চার নং প্রশ্নঃ https://ifatwa.info/60655/)
এইক্ষেত্রে আপনার কাফের নয় এই রায়ের পিছনে,কারণ টা কি সংক্ষেপে জানানো যায় কি শায়েখ? জানলে উপকার হতো, তাকি মনে মনে ভেবে মুখে কিছু না বলার জন্য না কি অন্য কোনো বিষয়?
২. কেও যদি পরে কাফের হওয়ার নিয়ত করে তবে সে তাত্কণিক কাফের হয়ে যায়, এই কথা কিভাবে সঠিক, মানে মনে নিয়ত করলেই হবে?না কি মুখে নিয়ত করতে হবে?
৩. কারো মনে মনে হঠাৎ কুফরি কাজ করার ইরাদা এসে যায়,মানে এমনটা করবো বা এইভাবে, পরপরেই মনে হয় এসব কি যা তা ভাবছি। পরে অনুতপ্ত হয়, এরজন্য কি উনি কাপৈর হবেন?
৪. আমি ও আমার বউ দুজনে দূরে থাকি, অর্থনৈতিক কারণে, তো কেনো তাকে আমার কাছে রাখি না এজন্য সে রাগ করে সেদিন বলছে,"মাঝে মাঝে মনে হয় বিয়া না ওইলে আমি হয়ত এখন অন্য কোনোখানো বিয়া করতাম"। তার পর আমি বলি"তোমার কি বেশি তাগিদ মনে হইতাছে? আমার তো তোমার শখ আহ্লাদ নষ্ট করার অধিকার নাই, নষ্ট হইতাছে তা সত্যি।" তখন সে বলে," বিয়া করার সময় দুজনেরই ইসব ভাবার উচিত আছলো! পরে আমি বললাম "এখন কি করবো?" সে বললো" কিছু করার নাই"। আমাদের কথোপকথনে কি কোনো বিবাহে সমস্যা হবে?
৫. একটা গান গাইতাম আগে, যার একটা লাইন ছিলো " শায়েদ পিছলি জনম মে মোলাকাত হো না হো" (এই লাইন ঠিন নয়, গ্রমারলি ভুল আছে) কিন্তু একদন খেয়াল হয় যে এই গানে তো আগের জনমের কথা বলছে। তার পরে এই গান নিজে জেনে কখনো গেয়েছি বলে মনে হচ্ছে না, তাও মাঝেমধ্যে সন্দেহ হয়। আমার কি ইমান/বিয়েতে সমস্যা হবে?
৬. কেও যদি মজা করে বলে " সে কাগজ নষ্ট করে নিজেকে শয়তানের ভাই হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়" এটা শুনে কেও হাসলে কি, তা কোরআনের আয়াত নিয়ে হাসি তামাশা হবে? (কোরআনের প্রতি অপমান জনক, বা অস্বীকারের কিছু নাই, কথাটা শুনে হাসি উঠে গিয়েছিলো)
৭. স্ত্রীর সাথে কথোপকথনের সময় বলি,, নবী(সাঃ) জাহান্নামে নারী বেশি দেখেছেন, তখন সে বললো "আলেমদের ও বেশি দেখেছেন"/ নারীর পরে আলেমের সংখ্যা জাহান্নামে বেশি দেখেছেন"" আমি বললাম এই বিষয়ে জানি না। পরে সে বললো, আল্লাহ না নবী(সাঃ) জানি বলেছেন যে " আখেরি জামানায় আলেমরা জাহান্মামে যাবে" এই রকম ই কি একটা কথা বলেছিলো, মনে নাই ঠিক। পরে আমি বলি এটাও জানি না আমি।
তার কথা কি ঠিক?আর ভুল হলে তার কি ইমানে সমস্যা হবে?