আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ উস্তায,
https://www.ifatwa.info/62230/
উস্তায উক্ত প্রশ্ন উত্তরে আপনি বলেছেন যে বিবাহের ক্ষেত্রে স্বাধীন পুরুষ বা মহিলার শ্রবণ থাকতে হবে যা প্রশ্নে উল্লেখ করি নিই। বিস্তারিত উল্লেখ করছি সাক্ষী হিসেবে মোট ৩জন ছিল। এবং তারা ৩ জনই ভিডিও কলে সংযুক্ত ছিলেন। তারা হলেন একজন নারী ও দুইজন পুরুষ। ওপারে বরের সঙ্গে একসাথে বসা ছিলেন একজন পুরুষ এমনকি ভিডিও কলেও সংযুক্ত ছিলেন।আর এদিকে হুজুরের সঙ্গে বসা ছিলেন দুজন সাক্ষী। তারাও সকলে ভিডিও কলে সংযুক্ত ছিলেন।তারা সকলেই স্পষ্টভাবে বিয়েতে সকল কথা কনে ও বরের শুনেছেন ও শায় দিয়েছেন। নির্দিষ্ট পরিমাণ মোহরানা ও ধার্য ছিল।
মদ্দকথা বিয়েতে ৩জন সাক্ষীই বিয়ের সকল কথা শুনেছেন।উল্লেখ তারা কবুল বাক্যটি ও নিজ কানে শুনেছেন। হুজুর তখন এটাও বলে দিয়েছিলেন যে আপনারা ২জন সাক্ষী হিসেবে রইলেন।
উস্তায বিয়েটি জায়েজ হয়েছে কী?