ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কবিরা গোনাহে লিপ্ত ব্যক্তির ইসলাম থেকে খারিজ হয় না।যেমন, আমরা ইতিপূর্বে
https://www.ifatwa.info/2260 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
কোনো নিরপরাধ মুসলমানকে হত্যা করা হারাম ও কবিরা গোনাহ।কোনো কবিরাহ গোনাহ করলে মুসলমান ঈমান থেকে খারিজ হবে না।এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এবং বিশ্বাস।অবশ্যই হত্যাকারী শাস্তিভোগ করবে।তবে যদি সে তাওবাহ করে নেয়,এবং কেসাস হিসেবে তাকেও হত্যা করে দেয়া হয়,বা সে দিয়ত আদায় করে নেয়,তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা ও করে দেবেন।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১/৬৬৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)প্রবৃত্তির অনুসরণ করা গোনাহ,ক্ষেত্রভেদে কবিরাহ গোনাহ পর্যন্তও হবে, তবে তা শিরক হবে না
(২) প্রবৃওির অনুসরণ করা শিরকে আকবর,এভাবে বলা যাবে না, হ্যা, অনেকক্ষেত্র প্রবৃত্তির অনুসরণ শিরকে আকবরের স্থলাভিষিক্ত
(৩) জামাতে নামায আদায় করা সুন্নতে মুয়াক্কাদা, এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1365
জামাত ত্যাগ করার কারনে কেউ কাফির হবে না।