আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ শায়েখ।
১.আমার বাড়ি পঞ্চগড়। ঢাকায় পড়াশোনার জন্য মেডিকেল কলেজ হোস্টেলে থাকি।বাসে যাতায়াতে বমির সমস্যা হয় এবং ট্রেনে টিকিট কাটার সুবিধা,,তাই ট্রেনে যাতায়াত করি। বাড়ি থেকে হোস্টেল যাতায়াতে মোটামুটি ১৪/১৫ ঘণ্টার মতো লাগে। আমাকে যদি সাথে নিয়ে যাওয়া আসা করে তাহলে মাহরামকে প্রায় ৩০ ঘণ্টা সফর করতে হয়।ঢাকায় কোনো আত্মীয় নেই যে বিশ্রামের জন্য দুই/একদিন থাকতে পারে।আবার আর্থিক অবস্থাও ভালো নয়।আমার এক মেয়ে ফ্রেন্ডের বাসা দিনাজপুর। পঞ্চগড় থেকে কাছে কিছুটা।তবে সে হিন্দু। সে যদি ছুটিতে বাসায় যায়,,তাহলে বাসা থেকে চায় যে,,তার সাথে যাই। কিন্তু এতো বেশি সময়ের সফর,, দিনের মধ্যে ফেরা যায় না আবার ট্রেনের শিডিউলও তেমন না এবং আমার ফ্রেন্ড রাতের সফরে যাওয়াই পছন্দ করে।আমার বাসার কারো সফরে মাহরাম নিয়ে জ্ঞান নেই তেমন।তবে আমি জোর করলে মাহরাম হয়তো নিতে আসবে কিন্তু এতোটা সফরের কষ্ট অধিকিন্তু আর্থিক সংকটের কথা বিবেচনা করে আমি জোর করবো কিনা বুঝতে পারছি না।এমতাবস্থায় আমার কি করা উচিত?
২.ঢাকায় হোস্টেল থেকে সফরের চেয়ে কম দূরত্বে একা/ফ্রেন্ডদের সাথে প্রয়োজনে চলাচল করা যাবে? অনেক সময় একাই চলতে হয়,,যেহেতু শুধু আমার প্রয়োজনে কেউ সাথে যেতে চাইবে না। বাসা থেকে সফরের চেয়ে কম দূরত্বের চলাচলের যে বিধান প্রযোজ্য,, হোস্টেলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে?
৩.আমি মেডিকেলে পড়ি।বাসা থেকে চায় যেন বিসিএস দেই।কিন্তু আমি নিজের ঈমান আমলের কথা চিন্তা করে এতো ফিতনার মধ্যে যাওয়া নিরাপদ মনে করি না।কিন্তু এতে তারা কষ্ট পান।এমতাবস্থায় কি করতে পারি?