আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
১। আমি মাথা মাসেহ করার সময় মাথার সামনে থেকে চুলের উপর দিয়ে পানি দিয়ে পেছন পর্যন্ত নিয়ে যাই। এরপর কান সংলগ্ন পাশ ধুই (ডানদিক ও বামদিক)। এরপর কানে পানি দিয়ে গলায় পানি দেই। আমার বান্ধবী সেদিন বলল যে গলায় পানি দেওয়া নাকি বিদআত। এই মাথা মাসেহ করা আমি বহুবার চেঞ্জ করেছি বহু মানুষকে দেখে। গত ১ বছর ধরে গলায় পানি দিয়ে আসছি বাসার বুয়ার থেকে শিখে। আমি কি বিদআতে শরীক হয়ে গেলাম? আমার মাথা মাসেহ করার সব নিয়ম ঠিক আছে তো? যদি না হয়, তবে সঠিক নিয়ম কি মাথা মাসেহ করার?
২। আমি চাই আমি ও আমার ফ্যামিলির সবাই সত্যিকার সিরাতুল মুস্তাকিমের পথে আসি। সেই সিরাতুল মুস্তাকিম যার পথে চলতে গিয়ে সারাজীবন সংগ্রাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামগণ। আমি চাই আমার বাসায় কেউ আর নাটক-সিনেমা-খেলা না দেখুক, দাঁড়ি বড় করুক, মসজিদে সালাত আদায় করুক, বিজাতীয় প্রোগ্রামে অংশ না নিক, লোকে কি বলবে তা চিন্তা না করে আল্লাহ কি বলবে তার চিন্তা করুক ইত্যাদি। আমার এত দৃঢ় ব্যক্তিত্ব নেই যাতে আমি আমার কথা স্পষ্টভাবে বলতে পারব। যতটুকু পরিপক্বতা এসেছে তা ইসলামের উছিলায় এসেছে। আলহামদুলিল্লাহ! কিন্তু একজন মানুষ দরকার যে সুন্দর করে ব্যক্তিত্ব বজায় রেখে ইসলামের পথে চলতে সাহায্য করবে। সূরা ত্বহার ২৫-৩৫ আয়াত নিয়মিত পড়ছি, চাচ্ছি দ্রুত দুয়া কবুল হোক। কি করতে পারি? ইসমে আজম কি জলদি দুয়া কবুলে কার্যকর?
৩। আমি আমার ঈমান রক্ষার্থে চাই মুসলিম দেশে থাকতে। কিন্তু বাংলাদেশ বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। এজন্য মালয়েশিয়া বা সৌদি আরবে সেটেল হতে চাই। কিন্ত সেরকম মাহরাম(স্বামী) নেই যার সাথে সেটেল হব। আমার ভাই যেহেতু আমেরিকায় থাকে তাই মাহরাম বিবেচনায় দেখছি ওখানে সেটেল হওয়াই ভালো। কিন্তু আমি জানি না আমার আবার কুফরের বা কাফিরদের প্রতি সফট কর্নার চলে আসবে কিনা। আমি আমেরিকা আর মালয়েশিয়া ২ দেশেই গিয়েছি, আল্লাহুম্মা বারিক লাহুমা।
আমেরিকা থেকে এসে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম (যদিও তখন দ্বীনের বুঝ ছিল না)। মালয়েশিয়াতে গিয়ে প্রানবন্ত হয়ে দ্বীনের পথে অগ্রগামী হয়ে ফেরত এসেছি। আমার অনার্স প্রায় শেষ। এখন ফ্যামিলিকে ডিসিশন জানাতে হবে যে মাস্টার্সে বাইরে যাব নাকি বিয়ে করব নাকি চাকরি। বাইরে মাহরাম সহ যেতে পারব কিনা জানি না, আমি যেহেতু নিজের কথা বুঝিয়ে বলায় পটু নই তাই বিয়েতে দ্বীনের গুরুত্ব বুঝিয়ে বলতে পারব কিনা জানি না আর ফ্যামিলি দ্বীনদার(শুধু লেবাসধারী নয়, ইহসান কারীও তো হওয়া লাগবে) পাত্র এত সহজে জোগাড় করতে পারবে কিনা তাও শিওর না। আর আমি CSE তে পড়ছি, আইটি ফিল্ডে ফ্রেশারদের জন্য ঘরে বসে কাজের সুযোগ নেই সেরকম; ফ্রিল্যান্সিং এ কাজ জোগাড় করতে পারছি না। তাই হালাল ভাবে চাকরির সুযোগও বলতে গেলে নেই মেয়ে হিসেবে। আমি কি আমল করতে পারি যাতে একটা মুসলিম দেশে মাহরাম সহ সেটেল হতে পারি যাতে বারাকাহ থাকে?