ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আনাস রাযি থেকে বর্ণিত
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ قَالَ حَدَّثَنِي ابْنُ جَبْرٍ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُولُ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ أَوْ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ وَيَتَوَضَّأُ بِالْمُدِّ
صحيح البخاري
রাসূলুল্লাহ সাঃ পাঁচ মুদ(৫লিটার সমপরিমাণ) পর্যন্ত পানি দ্বারা গোসল করতেন এবং এক লিটার পানি দ্বারা অজু করতেন।(সহীহ বোখারী ও সহীহ মুসলিম)
হযরত আনস রাযি থেকে বর্ণিত
325 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ عَنْ ابْنِ جَبْرٍ عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ .
রাসূলুল্লাহ সাঃ এক মুদ(১লিটার) দ্বারা অজু করতেন এবং পাঁচ মুদ(লিটার) পর্যন্ত পানি দ্বারা গোসল করতেন। (সহীহ মুসলিম-৩২৫)
হানাফি ফিকহে অজুর পানির কোনো সীমারেখা নেই, বোখারী মুসলিমের উপরোক্ত হাদীসে অজু গোসলের জন্য যথেষ্ট পানির আলোচনা করা হচ্ছে।অর্থাৎ ঐ পরিমাণ পানি দ্বারা অজু গোসল সম্ভব।ইমাম মালিক রাহ এর ঐ পরিমাণ পানি অজু গোসলের জন্য ওয়াজিব। এবং মুদ পরিমাণ নিয়ে হানাফি ও শাফেয়ী ফিকহে মতপার্থক্য রয়েছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরজ গোসলের ওযু/ নামাযেরর জন্য ওযুর ক্ষেত্রে পানির ট্যাপ ব্যবহার করার সময় শুরুতেই যদি হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করা হয়, তারপর আবারো অতিরিক্ত পানি লাগে। অর্থাৎ চতুর্থবার পানি লাগে,তাহলে এক্ষেত্রে ওযু পরিপূর্ণ হতে কোনো সমস্যা নেই।বরং অজু পরিপূর্ণ হবে। ফরয গোসলের সময় অজু করা মুস্তাহাব।