ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে.............
الْمَذْيُ يَنْقُضُ الْوُضُوءَ وَكَذَا الْوَدْيُ وَالْمَنِيُّ إذَا خَرَجَ مِنْ غَيْرِ شَهْوَةٍ
মযি অজুকে ভেঙ্গে দেয় ঠিক তেমনিভাবে ওদী এবং ঐ মনি যা কামুত্তেজনা বতীত বাহির হয় তাও ওজুকে ভেঙ্গে দেয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)উত্তেজনাবশত মজি বের হলে এবং তা পেন্টে ও লজ্জাস্থানের আশেপাশে লাগলে, শরীরকে এবং কাপড়কে তিনবার ধৌত করতে হবে।
(২)উত্তেজনাবশত কামরশ বা মজি পেন্টে লাগলে, পরবর্তিতে এটি পুরোপুরি শুকিয়ে গেলে কাপড়কে তিনবার ধৌত করতে হবে।
(৩) নাপাকি কাপড় ধুয়ার সময় কাপড় থেকে পানি যদি অন্য কাপড়ে লাগে, তাহলে সেই কাপড়ও নাপাক হয়ে যাবে।
(৪) নাপাকি কাপড় থেকে পানির ছিটা বালতির পানিতে পরলে, বালতির পানিও নাপাক হয়ে যাবে।
(৫) নাপাক কাপড় ৩ বার ধৌত করার সময় প্রতিবার কাপড়কে এমন ভাবে চিপতে হবে যে, ঐ কাপড় থেকে বেয়ে বেয়ে পানির ছিটা পড়বে না।