আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
120 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)
edited by
আসসালামু আলাইকুম শায়েখ।

১/আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র।আমার রোজগারের ব্যাবস্থা নাই।যেহেতু আমি ছাত্র তাই পড়াশুনায় সময় দিতে হয়,ইনকামে সময় দেয়া আমার পক্ষে সম্ভবপর না।আমার মা রাজনীতিবিদ।রাজনীতি করে আর স্কুলে শিক্ষকতা করে রোজগার করেন।আমার মা রাজনীতিতে সময় দেয়ার কারণে আমার পিতা এখন বিদ্যালয়ের আমার মায়ের ঐ পোস্টটাতে চাকুরি করেন।এছাড়া সম্ভবত  ওনারা ব্যাংক থেকে মুনাফা ও সুদের টাকাও গ্রহণ করেন।

আমার মায়ের রাজনীতি আর স্কুলে শিক্ষকতা করে আয়কৃত টাকা কি হারাম??যদি হারাম হয়ে থাকে তবে আমার জানা মতে সাবালক সন্তানের ঐ টাকা থেকে ততটুকু গ্রহণ করতে হয় যতটুকু ঐ সন্তানের বেঁচে থাকার জন্য প্রয়োজন যতক্ষন না সে হালাল রুজি করছে।এখন বেঁচে থাকার জন্য প্রয়োজন মানে কি ভালো করে বুঝতে পারিনি।যেমন:তিন বেলা ভাত খাওয়া কি??এর বাইরে অন্য কিছু কি খেতে পারব না!ঐ হারাম টাকায়- যেমন:ফল,অন্যান্য খাদ্য অথবা নাস্তা করা।আর যদি খেতে না চাইও আম্মু বা আব্বু তো এসব খাবার খাওয়ার জন্য কিনে নিয়ে আসেন।তখন না খেলে তো খাবারটা নষ্ট হবে বা পঁচে যাবে আর অপচয় হবে।

আর এই হারাম টাকায় বই খাতা কিনতে পারব??

২/[হাদিস-হারাম ভক্ষণকারীর দেহ বেহেশতে প্রবেশ করবে না।]

---ঐ ব্যাক্তি যতই  ইবাদত করুক না কেন--সে জাহান্নামে যাবে এসব কথা যদি আম্মুকে বলি।তাহলে উনি তো এমনিতে কোনো কোনো সময় নামাজ পড়েন। এবার তাও যদি ছেড়ে দেন।এসব আশঙ্কা করে আর বলি না।এখন কি ওনাকে কথাটা বুঝিয়ে বলা আমার উচিৎ হবে।

আর আমার আম্মা যদি ঐ হারাম উপার্জন ছেড়ে দেন তবে আমার বোনের পড়ালেখায় সমস্যা সৃষ্টি হতে পারে আর আমাকেও হয়তো পড়ালেখা বাদ দিয়ে রোজগারে নেমে পড়তে হবে।আমার এখন কি করা উচিৎ?

৩/এই হারাম টাকা খাওয়ার কারণে আমাকেও কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে??এবং জাহান্নামের শাস্তি হবে??

1 Answer

0 votes
by (63,450 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,
https://ifatwa.info/31191/
 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে,

শরীয়তের বিধান হলো পিতার উপার্জন যদি পুরাটাই হারাম হয়, তাহলে সন্তানের নিজের সামর্থ থাকলে পিতার হারাম উপার্জন ভোগ করা জায়েজ নয়। আর যদি পিতার উপার্জন হালাল হারাম মিশ্রিত হয়,তাহলে হালাল বেশি থাকলে সেট ভক্ষন করা তার সন্তানদের জন্য জায়েজ। আর যদি হারামই বেশি হয়,তাহলে তাহা ভক্ষন করা জায়েজ হবেনা।

হাদীস শরীফে এসেছে  

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

مسألة إذا كان الحرام أو الشبهة في يد أبويه فليمتنع عن مؤاكلتهما فإن كانا يسخطان فلا يوافقهما على الحرام المحض بل ينهاهما فلا طاعة لمخلوق في معصية الله تعالى فإن كان شبهة وكان امتناعه للورع فهذا قد عارضه أن الورع طلب رضاهما بل هو واجب فليتلطف في الامتناع فإن لم يقدر فليوافق وليقلل الأكل بأن يصغر اللقمة ويطيل المضغ ولا يتوسع فإن ذلك عدوان (احياء علوم الدين- 2/147)

যার সারমর্ম হলো যদি বাবার উপার্জন হারাম হয়,তাহলে সেখান থেকে খাবার গ্রহন করা থেকে বিরত থাকতে হবে। তারা যদি জোড় করে, তাহলেও তাদের কথা অনুযায়ী খাওয়া যাবেনা। কম খেতে হবে, ছোট ছোট লোকমা বানিয়ে তাদের দেখানোর জন্য শুধু খাবে,,,

فى الفتاوى الهندية- أهدى إلى رجل شيئا أو أضافه إن كان غالب ماله من الحلال فلا بأس إلا أن يعلم بأنه حرام ، فإن كان الغالب هو الحرام ينبغي أن لا يقبل الهدية ، ولا يأكل الطعام إلا أن يخبره بأنه حلال ورثته أو استقرضته من رجل ، كذا في الينابيع (الفتاوى الهندية، كتاب الكراهية، كتاب الكراهية-5/342، رد المحتار-6/247)

যার সারমর্ম হলো যদি জানা যায় যে সেটার অধিকাংশই  হারাম, তাহলে সেটা গ্রহন করা যাবেনা। আর যদি হালাল সম্পদ বেশি হয়, হারাম কম থাকে, তাহলে তা গ্রহন করা যাবে।

আরো জানুনঃ https://ifatwa.info/6658/

** নারীকে প্রধান বানিয়ে তার অধীনে কাজ করা জায়েজ নয়।তবে সহযোগী হিসেবে পর্দার সাথে কাজ করতে কোন অসুবিধা নেই।{ফাতাওয়া মুফতী মাহমুদ-১১/৩৭৪-৩৭৫}

عن أبي بكرة قال : عصمني الله بشيء سمعته من رسول الله صلى الله عليه و سلم لما هلك كسرى قال من استخلفوا ؟ قالوا ابنته فقال النبي صلى الله عليه و سلم لن يفلح قوم ولو أمرهم امرأة (سنن الترمذى-كتاب الفتن، باب من  باب ما جاء في لانهي عن سب الرياح، رقم الحديث-2262

হযরত আবু বাকরা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন-যখন কিসরা পদানত হল তখন তাকে বলতে শুনেছি-কে তার পরবর্তী খলীফা? বলা হল-তার মেয়ে। তখন রাসূল সাঃ ইরশাদ করেন-সে জাতি সফলকাম হয় না, যাদের প্রধান হল নারী। {সুনানে তিরমিযী, হাদীস নং-২২৬২, সহীহ বুখারী, হাদীস নং-৬৬৮৬, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৫৯৩৭, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪৯০৭}

عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها (سنن الترمذى-كتاب الفتن عن رسول الله صلى الله عليه و سلم، باب من باب ما جاء في لانهي عن سب الرياح، رقم الحديث-2266

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যখন তোমাদের নেতারা তোমাদের মাঝের বদলোক হয়। আর তোমাদের ধনীরা হয় কৃপণ, আর তোমাদের কর্মকর্তা হয় মহিলা। তাহলে জমিনের পেট তার পিঠের তুলনায় তোমাদের জন্য উত্তম। [অর্থাৎ মৃত্যু তোমাদের জন্য উত্তম জমিনের উপরে বেঁচে থাকার চেয়ে।] {সুনানে তিরমিযী, হাদীস নং-২২৬৬}

এক- প্রয়োজন, অপরাগতা কিংবা ঠেকায় পড়ার পরিস্থিতি ছাড়া সাধারণ অবস্থায় নারীদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। শরীয়ত তাদের ওপর এমন দায়িত্ব আরোপ করে নি, যার কারণে তাদের ঘরের বাইরে যেতে হয়। আল্লাহ তাআলা বলেন,

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)

রাসূলুল্লাহ বলেন,

الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا

নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)

নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّতাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭) এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য জন্য পড়তে পারেনজিজ্ঞাসা নং১৬৬

নারী চাকরির খাতিরে ঘর থেকে বের হতে পারবে। তবে এর জন্য কিছু নিয়ম ও শর্ত রয়েছে। নিয়ম ও শর্তগুলো মেনে চললে নারীর জন্য ঘর থেকে বের হওয়া জায়েয হবে; অন্যথায় নয়। যেমন,

*যদি সত্যিকারে তার চাকরি করার প্রয়োজন দেখা দেয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে।

*চাকরিটা তার দৈহিক, মানসিক স্বভাব ও রুচির সঙ্গে সামন্জস্যশীল হতে হবে। যেমন, ডাক্তারি, নার্সিং, শিক্ষা, সেলাই কিংবা এ জাতীয় পেশা হতে হবে।

*কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকতে হবে। অন্যথায় জায়েয হবে না।

*চাকরির কারণে যাতে পরপুরুষের সঙ্গে সফর করতে না হয়।

*কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যাতে কোন হারাম কাজ করতে না হয়। যেমন, ড্রাইভারের সঙ্গে একাকী যাওয়া, পারফিউম ব্যবহার করা ইত্যাদি।

নারীর প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে স্বামীর খেদমত করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা ও মাতৃত্বের দায়িত্ব পালন করা। যদি চাকরি করতে গিয়ে এসব দায়িত্ব পালনে ব্যাপক অসুবিধা হয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে না। (ফাতাওয়াল মারআতিল মুসলিমাহ ২/৯৮১ ফিকহুন নাওয়াযিল ৩/৩৫৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

,৩. উপরের আলোচনার ভিত্তিতে আপনি খেয়াল করবেন যে, আপনার মা বাবার অধিকাংশ ইনকাম হালাল নাকি হারাম? প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার মা বাবার উপার্জনের অধিকাংশই যদি হালাল হয়, তাহলে আপনি মা বাবার উপার্জন থেকে খেতে পারবে। আর যদি তাদের অধিকাংশই হারাম হয়, তাহলে আপনার বাবার উপার্জন থেকে খেতে পারবেননা। আপনি টিউশনি করে হোক বা অন্য কোনো ভাবে হোক, নিজের খরচ চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন। এমতাবস্থায় মা বাবার উপার্জন থেকে খেয়ে থাকলে সেই পরিমান টাকা (পরবর্তীতে হলেও) ছওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মাঝে দান করে দিতে হবে।  এমতাবস্থায় তাদের কথা অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত ফল বা নাস্তা ইত্যাদী খাবেন না। বরং কৌশলে স্বল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন তাদেরকে বৈধ পন্থায় উপার্জন করতে। হেকমত ও কৌশলে তাদেরকে বুঝাবেন। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না।

২. আপনার বোনের জন্য প্রয়োজন পরিমাণ গ্রহণ করা জায়েয আছে। তবে আপনি প্রাপ্ত বয়স্ক হলে নিষেধাঙ্গা আপনার জন্য। অসংখ্য শিক্ষার্থী এমন আছেন যারা পড়াশুনার পাশাপাশি টিউশনি বা ফ্রিল্যান্সিং করে হালাল পন্থায় নিজের খরচ নিজেই বহন করেন। সুতরাং ইনকাম করলে পড়াশুনা বাদ দিতে হবে কথাটি সঠিক নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...