আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
146 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (129 points)
edited by
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

১,খাওয়া হালাল এমন প্রাণীর রক্ত(প্রবাহিত নয়)/মাংস যদি সঠক ভাবে জবাই না করা হয় তাহলে কি তা নাপাক?

২,মরা মাছ যা পানিতে মারা গেছে তা খাওয়া হারাম হলে অনেক সময় জেলেরা নদী/পুকুর থেকে মাছ এনে পরিবহনের সময় বড় ডেকের মধ্যে পানিতেই মারা যায় সেসব খাওয়া জায়েজ? এটাত আমরা জানিনা কোনটা কি অবস্থা?
৩,মাছ কে মুরগির মল খেতে দেয়,দেশি মুরগীও অনেক পোকামাকড় খায়,অনেক সময় শুকরের চর্বি খায় এসব ব্র‍্যয়লার।এসব কি হালাল?

৪,কেউ কোনো নাপাক জিনিস (মদ/শুকর) এসব খেয়ে ফেললে তার করণীয় কি,কতবার কুলি করতে হবে? তার মুখের থুথু বা খাওয়ার পর পানি খেতে ধরলে মুখ থেকে পানি গায়ে পড়লে গা কি নাপাক হবে?

৫,কলমের কালি হাতে লাগলে তা কি অযুর পানি পৌছাতে বাধা তৈরি করে?

1 Answer

0 votes
by (574,470 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَوْكَرِ بْنِ رَافِعٍ الطُّوسِيُّ ، نَا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ إِبْرَاهِيمُ بْنُ زَكَرِيَّا ، نَا ثَابِتُ بْنُ حَمَّادٍ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ : أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَنَا عَلَى بِئْرٍ أَدْلُو مَاءً فِي رِكْوَةٍ لِي ، فَقَالَ : يَا عَمَّارُ ، مَا تَصْنَعُ ؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي وَأُمِّي ، أَغْسِلُ ثَوْبِي مِنْ نُخَامَةٍ أَصَابَتْهُ . فَقَالَ " يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ ، وَالْمَنِيِّ ، يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ "

আহমাদ ইবনে আলী ইবনুল 'আলা (রহঃ) ... আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, তখন আমি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে আমার একটি পানির পাত্রে ভর্তি করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আম্মার! তুমি কি করছো? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোক। আমি আমার পরিধেয় বস্ত্রে লেগে যাওয়া শ্লেষ্মা পরিষ্কার করছি। তিনি বলেনঃ হে আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজনঃ বিষ্ঠা, পেশাব, বমি, রক্ত ও বীর্য। হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান (পাক-নাপাকীর হুকুমের ক্ষেত্রে)।
(সুনানে দারা কুতনি ৪৫০)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত রক্ত নাপাক।
তবে তাহা মাছের রক্ত হলে নাপাক নয়।
কেননা মাছের যে রক্ত দেখা যায়,এটি মূলত রক্তই নয়।

(০২)

হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত,

নবীজী সাঃ বলেনঃ
ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻬﻤﺎ - ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﻝ : ( ( ﺃﺣﻠﺖ ﻟﻨﺎ ﻣﻴﺘﺘﺎﻥ ﻭﺩﻣﺎﻥ، ﺍﻟﺤﻮﺕ ﻭﺍﻟﺠﺮﺍﺩ ﻭﺍﻟﻜﺒﺪ ﻭﺍﻟﻄﺤﺎﻝ ) )
আমাদের জন্য দু'টি মৃত ও দু'টি রক্তকে হালাল করা হয়েছে,মৃত দু'টি হল,মাছ এবং টিড্ডি।আর রক্ত দু'টি হল,কলিজা এবং তিল্লি।
ইবনে মাজা-৩৩১৪
মুসনদে আহমদ-৫৭২৩।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত মরা মাছ খাওয়া হালাল।
তবে পঁচে গেলে বা দুর্গন্ধ হয়ে গেলে তাহা খাওয়া যাবেনা।

আরো জানুনঃ- 

(০৩)
এসব মাছের অংশে মুরগীর মলে বা শুকরের চর্বির গন্ধ পাওয়া না গেলে তথা উক্ত মাছ দুর্গন্ধ না হলে তাহা খাওয়া হালাল।

ফাতওয়ায়ে শামিতে আছেঃ-

’وکرہ (لحمہما) أی لحم الجلالۃ والرمکۃ وتحبس الجلالۃ حتی یذہب نتن لحمہا ولو أکلت النجاسۃ وغیرہا بحیث لم ینتن لحمہا حلت الخ ۔‘‘                                        (فتاویٰ شامی: کتاب الحظر والاباحۃ،ج:۶،ص:۳۴۰)
সারমর্মঃ-
হারাম খাদ্য খাওয়া প্রানীর হুকুম হলো,তাকে কিছুদিন আটকে রাখা হবে,যাতে করে তার গোশতের দুর্গন্ধ চলে যায়।
যদি সে নাপাকি খায়,আর তার গোশতে নাপাকির গন্ধ না পাওয়া যায়,গোশত দুর্গন্ধ না হয়,সেক্ষেত্রে তার গোশত খাওয়া যাবে।

(০৪)
একবার ভালোভাবে গড়গড়িয়ে কুলি করলেই মুখ পাক হয়ে যাবে।

সতর্কতামূলক একাধিকবার কুলি করা উচিত।

একবার ভালোভাবে গড়গড়িয়ে কুলি করার পর তার মুখের থুথু বা খাওয়ার পর পানি খেতে ধরলে মুখ থেকে পানি গায়ে পড়লে গা নাপাক হবেনা।

(০৫)
না,কলমের কালি শরীরে অযুর পানি পৌছাতে বাধা সৃষ্টি করেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 156 views
...