আসসালামু আলাইকুম শায়েখ।
আমি স্বপ্নে কিছু দেখেছি।এখন কি দেখেছি সেটা মনে করতে পারছি না।তবে উত্তেজনাজনিত হালকা কিছু দেখে থাকতে পারি।
ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কাপড়ে এবং বিছানায় হালকা পানির মতো কিছু লেগে আছে দেখতে পাই।যেটা পিচ্ছিলও না গাঢ়ও না,আঠালোও না।এখন আমার কি করা উচিৎ।গোসল কি ফরজ হয়েছে??
আমি পরনের কাপড়টা ধুয়ে নিই কিন্তু বিছানা ধৌত করি নাই।এখন কি আমাকে বিছানাও ধুয়ে নিতে হবে।এবং বিছানার উপর কম্বল ছিল, কম্বল কি ধৌত করতে হবে??কম্বলে কোনো দাগ নেই কিন্তু বিছানার উপর দাগ ছিল।আর দাগটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়।আর শরীরের যে অংশে পানিটা লেগেছে ঐ অংশটাও ভালো করে ধৌত করি নাই।আর শরীরের যে অংশে ঐ পানিটা লেগেছে ঐ অংশে কি গোসলের মতো পানি ঢেলে দিব নাকি পানি দিয়ে মুছে নিলেই হবে।
২/মযী লাগলে ওযু ভঙ্গ হয়।পূর্বে অনেকসময় মযী বের হওয়ার কারণে আমি ওযু করে নামায পড়েছি কিন্তু মযী বের হলে যে কাপড় নাপাক হয় তা সম্পর্কে ভালো ধারণা আমার ছিল না।এখন আমার ঐ নাপাক কাপড়ে নামায কি হয়েছিল?