ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে ব্যক্তি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সর্বশেষ ইশারার মাধ্যমেও নামায আদায় করতে অক্ষম।এবং সুস্থতার আশা প্রায় গৌণ।এমন ব্যক্তি শরীয়তের বিধি-বিধানের মুকাল্লাফ নয়।অর্থাৎ ঐ ব্যক্তির যিম্মা থেকে নামায-কে ক্ষমা করে দেয়া হয়েছে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৭/৫৪৫,কিতাবুল ফাতাওয়া-৩/৪০৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ইশারার মাধ্যমে উনার জন্য নামায পড়া সম্ভব ছিল, তাই উনি যদি তখন নামাযকে ত্যাগ করেন, তাহলে তিনি উক্ত নামাযের কাযাকে আদায় করবেন, আদায় করা সম্ভবন না হলে তখন তিনি ফিদয়া আদায় করার জন্য ওসিয়ত করে যাবেন।একটি নামাযের ফিদয়া হল, একটা ফিতরা সমপরিমাণ।