আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু । ((আমি প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি প্রশ্ন বড় করার জন্য, কিন্তু আমি উপায় না পেয়ে বিস্তারিত লিখলাম, আসা করি সবগুলো প্রশ্নের উত্তর দিবেন))
ঘটনা-১ঃ আমাদের বাসায় ((উল্লেখ্য যে- বাসার নিচের ফ্লোর পুরোটাই পাকা করা এবং টাইলস লাগানো)) যারা থাকে অর্থাৎ আমাদের নিজের লোক এবং বাহির থেকে যারা কোনো কাজে আসে তারা নাপাকির বিষয়ে তেমন সতর্ক না। আমার বাসার অনেকে এবং বাইরে থেকে যারা আসে তারা দেখা গেছে যে বাথরুম থেকে বের হওয়ার পর পা ধোয় না।
ঘটনা-২ঃ আমাদের বাসার বাহিরে মাঝেমধ্যে যে রাস্তার পাশে অথবা পাকা রাস্তায় বিড়াল অথবা আশেপাশের বিভিন্ন প্রাণী পেশাব-পায়খানা করে । তো আমাদের বাসায় যারা কোনো কাজে আসে অথবা আমার বাসার নিজের লোকেরাই দেখি যে অনেক সময় খালি পায়ে ওই জায়গাতে কোন না কোন কাজ করতেছে আবার ওই খালি পায়ে আমাদের বাসার ভিতরে প্রবেশ করতেছে।
ঘটনা-৩ঃ আমাদের বাসায় ছোট ছোট পোলাপান আছে যারা কিনা রাস্তারওইসব জায়গায় যেখানে বিড়াল বা অন্য কিছু পেশাব করেছে, ঐ সব জায়গায় খালিপায়ে খেলাধুলা করে ও মাঝের মধ্যে বল খেলে । তারা বাসায় খালি পায়েই প্রবেশ করে এবং তারা যে জিনিস নিয়ে খেলাধুলা করেছিল সেই জিনিস গুলো বাসায় নিয়ে আসার পর ঐ বল না ধুয়ে ঐ বল বা অন্য খেলনা যা দিয়ে তারা রাস্তায় খেলাধুলা করেছিল সেগুলো দিয়ে বাসার ফ্লোরে আবার খেলে।
ঘটনা-৪ঃ আমি একজন পুরুষ মানুষ তো সবসময় চেষ্টা করি মসজিদে জামাতে পড়ার এবং আমাকে ও আমার মা-বোন বা বাবাকে ফ্লোরের ওইসব জায়গা দিয়েই আমাদেরকে হাঁটতে হয়, তো সেই সব জায়গায় পা পড়ে যায়।
ঘটনা-৫ঃ আমার সবচেয়ে বেশি বড় সমস্যা অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই যে- আমার সব সময় মনে হয় যে আমার পায়ে হয়তোবা নাপাকি লেগে গেল এবং ওযু করার পরে ভেজা পায় যখন ঐসব জায়গা দিয়ে যাওয়া লাগে, আর তখন মনে হয় যে নাপাকি আমার পায়ে লেগে গেলে এবং মসজিদে গেল আমি সন্দেহে থাকি যে মসজিদের কার্পেট বা যে কাপড় পারা আছে তা নাপাক হয়ে গেল।
# #উপরোক্ত ঘটনার আলোকে আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। জানালে অনেক উপকৃত হতাম কারণ আমি এইগুলো বিষয় নিয়ে অনেক ঝামেলার মধ্যে বা মধ্যে আছি। প্রশ্নগুলো হচ্ছেঃ
প্রশ্ন-১ঃ আমি উপরে যাদের কথা বললাম ((ঘটনা-১ঃ এ)) তারা যদি বাথরুম থেকে বের হওয়ার পর পা না ধোয়, তাহলে তারা যে জায়গা গুলোতে পা দিবে সেই জায়গাগুলো কি নাপাক হয়ে যাবে?
প্রশ্ন-২ঃ আমি উপরে (ঘটনা-২ঃ) যে বিষয়টা বললাম। তো আমি এখানে জানতে চাচ্ছি যে- আমার বাসার ফ্লোর ওই ব্যক্তিরা বা নিজের বাসার লোক বাইরে থেকে খালি পায়ে আসার পর যেখানে যেখানে পা দিবে সেই জায়গা কি নাপাকি হয়ে যাবে কিনা?
প্রশ্ন-৩ঃ আমি উপরে (ঘটনা-৩) যে বিষয়টা বললাম। এটার আলোকে জানতে চাই যে- পোলাপান যদি নাপাকিতে পা দেয়। তাহলে তারা বাসায় আসার পরে অথবা ওইসব খেলনা দিয়ে যদি তারা ফ্লোরে বা বিছানায় খেলে বা পা দেয় তাহলে কি বিছানা বা তাহলে তারা বাসায় আসার পরে অথবা ওইসব খেলনা দিয়ে যদি তারা ফ্লোরে বা বিছানায় খেলে তাহলে কি বিছানা বা ফ্লোর কি নাপাক হয়ে যাবে?
প্রশ্ন-৪ঃ আমি উপরে (ঘটনা-৪) যে বিষয়টা বললাম। তো আমি এখানে জানতে চাচ্ছি যে গোসলখানা থেকে ওযু করার পরে ওইসব জায়গায় যদি পা পড়ে যায়, যেখানে ওই ব্যক্তিরা বা পোলাপান পা দিয়েছে বা হাঁটা চলাফেরা করেছে বা খেলাধুলা করেছে, তাহলে কি আমাদের অজু ভেঙ্গে যাবে??
প্রশ্ন-৫ঃ আমি উপরে (ঘটনা-৫) যে বিষয়টা বললাম। আমার পায়ে যদি স্পষ্ট কোনো নাপাকি আমি না দেখতে পাই তাহলে আমার দ্বারা কি মসজিদের কোন জায়গায় নাপাক হবে? অথবা আমি নিশ্চিত না যে আমার পায়ে নাপাকি আছে তাহলে আমি কি আমার পা পাক ধরতে পারব?
প্রশ্ন-৬ঃ কোন একটা জায়গা নাপাকি যদি কিছুদিন পর সেটা শুকিয়ে যায় এবং তার গন্ধ চলে যায় কিন্তু চিহ্ন আছে, তাহলে সেটা পাক ধরতে পারবো?
সর্বশেষ আমি আপনার কাছে আমার জন্য একটা সমাধান চাচ্ছি ,আমি নাপাকি নিয়ে অনেক চিন্তিত এবং এক প্রকার রোগীর মত। আমাকে কিছু উপদেশ দিন যেটা আমি অনুসরণ করে এই সমস্যা থেকে বের হতে পারি। কারণ এটা আমার ইবাদতের ব্যাঘাত সৃষ্টি করতেছে।