আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
264 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
আসসালামু আলাইকুম।
মানুষ মানুষের চেহারা সুরত আকৃতি বিষয়ে আলোচনা করে। কে দেখতে কেমন, কার ফিগার কী রকম! দেখতে ফর্সা,লম্বা হলে তার প্রশংসার স্বরে কথা বলবে, দেখতে কালো হলে,বেটে হলে তার ব্যাপারে অপছন্দের সুরে কথা বলবে, সে তো দেখতে ঐরকম! কে দেখতে কেমন, আকৃতি কেমন এসব নিয়ে কথা বলা কি বৈধ? অমুকের মেয়ে দেখতে ওরকম, তমুকের ছেলে দেখতে ওরকম- এরকম টাইম কথা বলা কি জায়েজ? আমরা প্রত্যেকেই মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহর দেয়া আকার আকৃতি সুরত নিয়ে কথা বলার রাইট কারোর নেই।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد:
গিবত হল,কোরো মুসলমানের এমন জিনিষের আলোচনা যা শুনলে সে তা অপছন্দ করবে।তবে যদি কারো সম্বন্ধে এমন কোনো আলোচনা হয়,যা তার মান-মর্যাদাকে কমাবে না।এবং যা কারো মন্দ আলোচনা হবে না।এমন আলোচনা গীবতের আওতাধীন হবে না।
তবে কারো কোনো গোনাহের কথা নিয়ে আলোচনা করা যাবে না।এটা গীবত হবে। তবে মুবাহ বিষয় নিয়ে আলোচনা করা যাবে।

তবে কারো সম্পর্কে বেশী আলোচনা না করাই ভালো ও উত্তম।কেননা হাদীসে বর্ণিত হয়েছে
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
 عن أبي هريرة رضي الله عنه قال: "من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيراً أو ليصمت"
যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ঈমান রাখবে,সে যেন ভালো ভালো কথা বলে,অথবা চুপ থাকে।

কাকে আল্লাহ কিভাবে তৈরী করেছেন,এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الأَرْحَامِ كَيْفَ يَشَاء لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়।(সূরা আলে ইমরান-৬)

আল্লাহ সৃষ্টিকারী, সুতরাং মাখলুক্বাতের মন্দ বর্ণনা করা মানে আল্লাহর দূষ বর্ণনা করা।আল্লাহর সৃষ্টি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
(كلُّ خَلْق الله عزَّ وجلَّ حسن)
আল্লাহর প্রত্যেক সৃষ্টিই উত্তম।

(إنَّ الله لا ينظر إلى صورِكم وأموالكم؛ ولكن ينظر إلى قلوبِكم وأعمالكم)
আল্লাহ তা'আলা কারো সূরত এবং মালের দিকে তাকান না বরং আল্লাহ তা'আলা মানুষের অন্তর এবং আ'মলের দিকে থাকান।(সহীহ মুসলিম)

(مَن عيَّر أخاه بذنبٍ [قد تاب منه]، لم يَمُت حتى يعمَله)
যে ব্যক্তি তার ভাইয়ের গোনাহ সম্পর্কে দোষ বর্ণনা করবে,মৃত্যুর পূর্বে সে ঐ গোনাহে নিপতিত হয়ে মারা পড়বে।(সুনানে তিরমিযি-৬৬১)

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কারো সৃষ্টিগত দোষ বর্ণনা করা যাবে না।তবে প্রশংসা করা যাবে।কিন্তু গায়রে মাহরাম মহিলার আকার আকৃতি নিয়ে আলোচনা করা যাবে না।মুবাহ বিষয়েও লম্বা চওড়া আলোচনা করা যাবে না।কেননা আখেরাতে সময়েরও হিসাব দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...