ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)হযরত ফাতিমা রাঃ এর বিয়ের সময় নবী করিম সাঃ যেসব জিনিস পএ দিয়েছিলেন যেমনঃ চাদর,খেজুরের ছালভরতি ইত্যাদি যেসব জিনিস দিয়েছিলেন এইগুলো যৌতুক ছিলনা বরং এগুলো উপহার ছিল।
(২) বিয়ের সময় মেয়ের বাবা মেয়েকে খুশি হয়ে কিছু দিলে সেইটা জায়েয।
৩। হযরত আলি রাঃ নবী করিম সাঃ এর চাচাতো ভাই ছিলেন, সেই হিসেবে ফাতিমা রাঃ এর চাচা হন।নিজের বাবার আপন ভাই না হলে, সেই চাচার সাথে ভাতিজির বিয়ে জায়েয। হযরত আলী রাসূলুল্লাহ সাঃ এর আপন ভাই ছিলেন না বরং চাচাতো ভাই ছিলেন।আর বর্তমান সময়েও বাবার চাচাতো ভাইয়ের সাথে ভাতিজির বিয়ে জায়েয।
৪। অপ্রকাশ্যভাবে নবীজী সাঃ কে সকল নবীর আগে নবুওয়াত প্রদান করা হয়েছিলো। এমন কোনো কথা বিশুদ্ধ সনদে কোথাও আসেনি।
৫। নবী করিম সাঃ এর সব বিয়ে আল্লাহর নির্দেশে হয়েছে।
৬। সকল সাহাবি জান্নতি। এই বিষয়ে আমাদের আকিদাহ এটাই যে, সকল সাহাবীকে ক্ষমা করে দেয়া হয়েছে বা হবে।তাই তারা সবাই জান্নাতি হবে।
৭। আল্লাহ তা'আলা পুরুষ নাকি মহিলা? এর উত্তর হল, কোনোটাই না।
৮। আমরা যে নবী করিম সাঃ, ও অন্যান্য যত নবী আছে, সাহাবী আছেন তাদের জীবনী তাদের পরবর্তীত যুগে সংকলন হয়েছে।