আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ উস্তায!
একজন আদম সন্তানের তাকদীর সম্বন্ধে জানতে চাই,
আমি যেভাবে ব্যাপারটা জানি এবং তা ভাবি এবং মাঝে মাঝে মানুষ আমাকে জিজ্ঞেস করলে এভাবেই এক্সপ্লেইন করতাম, সেটা হলো, একজন মানুষের সামনে সম্ভাবনা(probability math) অংকের মতো অনেক গুলো রাস্তা থাকে এবং প্রত্যেক রাস্তা আল্লাহ তা'য়ালা লিখে দিয়েছেন এবং তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন নির্বাচন করার, তবে আল্লাহ তা'য়ালা এইটাও জানেন যে সে কোন রাস্তা নির্বাচন করবে তবে সেটা তিনি আমাদের জন্য ফিক্সড করে দেন নি, আমাদের ইচ্ছাশক্তির উপরে ছেড়ে দিয়েছেন, তবে তিনি (আ'দিহিম ওয়ামা খালফাহুম) আগে ও পরের সব জানেন!
এই চিন্তা কি আহলে সুন্নাহ ওয়াল জামা'আ এর পরিপন্থী? অনেকেই বলছে যে আল্লাহ তায়ালা নির্ধারন করে দিয়েছেন যে আমি এই পথই নির্বাচন করতেই হবে এই ছাড়া আর কোনো পথ আমার সামনে রাখা হয়নি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা লিখেছেন বলেই আমরা এমন করছি, এইটা কি সঠিক? তাহলে সে অনুযায়ী তো পাপ কাজ করলেও তা আল্লাহ তায়ালার নির্ধারন করেছেন বিধায় করছি
দয়া মরে প্রত্যেকটা লাইনের ইন্ডিভিজুয়াল আন্সার দিলে খুবই উপকৃত হতাম, অনেকেই হতো!