ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেয় নাই।
একদিন স্বামী স্ত্রীকে বলল "তুমি আমাকে আগের মত দেখতে পারো না। তুমি আমাকে ছাইড়া দিয়া চলে যাবা।" এটি বলাতে স্বামীর অধিকার দেওয়ার নিয়ত ছিল না।
স্ত্রী কখনই এমন করবে না, তাই স্ত্রী স্বামীর এইসব কথা পছন্দ করে না। তাই সে তখন রাগ করে বলে, "চলে যাবো।" তারপর স্বামী স্ত্রীর হাত ধরে স্ত্রীকে আটকায়।
তখন স্ত্রী বলে "আমি কখনোই ছাড়বো না।"
স্বামী বলল "ছাড়তেও পারো"।
তখন স্ত্রী বলে "আমাকে তো তালাকের অধিকার দাও নাই। আমি তোমাকে ছাড়তে পারবো না।"
স্বামী বলল, "হ্যা, তোমার কথায় যুক্তি আছে"।
১. এই ঘটনাতে তালাকের এর মজলিশ হবে না।
২. স্ত্রী যখন স্বামীর কথায় রাগ করে বলে, "চলে যাবো"
তখন স্বামী স্ত্রীর হাত ধরে স্ত্রীকে আটকায়।
তখন স্ত্রী বলে "আমি কখনোই ছাড়বো না।"
স্বামী বলল "ছাড়তেও পারো"।
তখন স্ত্রী বলে "আমাকে তো তালাকের অধিকার দাও নাই। আমি তোমাকে ছাড়তে পারবো না।"
স্বামী বলল, "হ্যা, তোমার কথায় যুক্তি আছে। অধিকার নাই অনেক বার বলেছি।"
এইখানে এইভাবে আলোচনাতে স্ত্রী অধিকার পাবে না।