আসসালামু'আলাইকুম।
আমার এর আগে সবসময় হায়েযের শুরু খুব স্বাভাবিকভাবে হতো, অর্থাৎ শুরুতেই ব্লাড বাইরে চলে আসত। কিন্তু এবার দিন থেকে শুরু হয়েছে বলে মনে হচ্ছে কিন্তু ব্লাড বাইরে আসছে না । মানে ইস্তিঞ্জা করার পর টিস্যু দিয়ে মুছতে গেলে হালকা লাল রং এর স্রাব দেখা যায়। কিন্তু একা একা স্রাব বাইরে আসে না। এরকম হচ্ছে আজ যোহর থেকে। হায়েয শুরু হয়েছে ভেবে যোহর আসর বাদ দেই, কিন্তু হায়েযের স্পষ্ট বাহ্যিক কোনো আলামত না পাওয়ায় মাগরিব এ আবার যোহর থেকে কাযা আদায় করি। ইশার সময় অপেক্ষা করছিলাম যে ব্লাড বাইরে আসে কিনা,তাহলে হায়েয হয়েছে কিনা নিশ্চিত হতে পারতাম। এজন্য নামাজ পড়ি না, রাত ১২ টার আগে পরে কোনো সময় বোধ হয় বাইরে হালকা লাল স্রাব আসতে দেখি। আবার পরে ১টার দিকে দেখি শুকনো আছে, মানে ওই একবারই বাইরে স্রাব আসছে। এই লাল স্রাব দেখতে পাওয়ার সাথে আমার রেগুলার হায়েযের সাথে কোনো লক্ষণেরই মিল নেই, কারণ আমার হায়েয শুরু হলে তা প্রথম তিনদিন একদম টানা যায়। কিন্তু তারিখ হিসেবে আবার এসময় হায়েয হওয়ারই কথা, আমার কোনো সময় হায়েযের সময় অনিয়মিত হয়নি আগে, বরং আরো এক দুইদিন আগে আগেই শুরু হওয়ার কথা ছিলো।
এখন আমি বুঝতে পারছি না,আমার কি ইশার নামাজ পড়া উচিত ছিলো? আমি কি অপেক্ষা করে গুনাহ করেছি? নাকি এখনো পড়া যাবে নামাজ? মানে আমি যেহেতু একবার বাইরে স্রাব আসতে দেখেছি,তাই হায়েয শুরু হয়েছে ধরে নামাজ পড়তে ভয় লাগছে। আবার যেহেতু আর স্রাব বাইরে আসতেছে না, তাই নামাজ পড়া দরকার বলেও মনে হচ্ছে। আবার ফজরের সময় কী করতে হবে সেটা নিয়েও দ্বিধায় আছি।