আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিয়ে আল্লাহর দেওয়া চরিত্র রক্ষার হালাল একটি নিয়ামত।
স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমে যৌবনে চরিত্রের হেফাজত করেন।
যেহেতু এটি একটি হালাল, পবিত্র ও প্রেমময় সম্পর্ক। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী বা স্ত্রী কেও একজন কিছুটা লাজুকতা বা ইমোশনাল এটাচমেনট এর গ্যাপ থাকে। এক্ষেত্রে পাশের মানুষ টা, স্বামী বা স্ত্রী অনেক বলে, কান্না করে, কখনো বেশি মানসিক কষ্টে, রাগ ও দেখায়। কিন্তু পরিবর্তন হয় না। চেষ্টা টুকুও পর্যন্ত ও করে বলে মনে হয় না, এক্ষেত্রে কি করা উচিত।
ভক্তভোগী সঙ্গী ( স্বামী বা স্ত্রী) মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছে, অনেক বেশি হতাশা ও কাজ করে। এই অস্থিরতা কাটানোর জন্য কি ইস্তিখারা করা যেতে পারে? এতে করে অন্তত মানসিক যন্ত্রণা কি কমবে?
প্রতিনিয়ত দুআ করা হচ্ছে।
জাজাকাল্লাহু খায়রান।