আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। উস্তাদ, আমি দীর্ঘদিন যাবত রুকইয়াহ করছিলাম আর জ্বীন একটার পর আরেকটা আসছিলো, কেউ ইমান আনে শাহাদাত পরে আবার কেউ অস্বীকার করে, তো এরকম চলতে চলতে আমি আমার কুর'আন টিচারের পরামর্শে ঢাকার উত্তরায় আব্দুস সবুর সাহেবের ওইখানে রুকইয়াহ করি আর আল্লাহর হুকুমে আমি জাদুগ্রস্থ প্রমানিত হয়,এবং জাদুর জিনিস কোনো একটা গর্তে লুকানো আছে এমনটা আমার মুখ দিয়েই বলি এবং উনারা আমাকে জাদুর ট্রিটমেন্ট, সেল্ফ রুকইয়াহ, গোসল এগুলা করতে দেয় একমাস আর এই পুরোটা সময় আমি কোনো দুঃস্বপ্ন/ভালোস্বপ্ন কিছুই দেখিনি।এবং আস্তে আস্তে সুস্থতা লাভ করছি মনে হয়।
কিন্তু আজকে আমি দেখলাম আমাদের বাড়ির কুকুরটাকে কেউ খুব জঘন্য ভাবে মেরেছে, ফলে সে প্রায় আধমরা,মাথাটা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন, মুখ থেকে লালা ঝরছে , একটা পা কেটে ফেলেছে যেনো এখনি মারা যাবে আর আমাদের দূর সম্পর্কের একজন চাচা(নাম না বলি) নাকি একাজ করেছে জানতে পারলাম। তাকে মনে মনে খুব ঘৃণা জানাই এরপর ঘরে এসে দেখি আমার বড় চাচার বিড়ালটাও আহত৷ কিন্তু একটুপর সে সুস্থ হয়ে খেলাধুলা করছিলো।এরপর আমার নিজের ছোট ভাইকে ২টা দেখতে পাই আর ভয় পাই একজন ভালো আরেকজন শয়তান এমনটা আমি বুঝে সেখান থেকে সরে আসি।আবার আমার হাতের ফোন দিয়ে আমি কোনো গুনাহ করতে যাচ্ছি এমনটাও দেখি(আমি আসলে বাস্তবে ইউটিউব এডিক্টেড হয়ে পড়ছি দিন দিন,এতে আমার অনেক সময় নষ্ট হয় আমি বুঝি তাও বের হতে পারছিনা),
এসব এর কি কোনো মানে আছে উস্তায! আমি কিছু বুঝতে পারছিনা।
আমি অনেক বড় একটা অসুস্থতায় আক্রান্ত আর
আমার আম্মা ২দিন আগে নাকি একটা স্বপ্ন দেখেন যে উনার কাছে একজন এসে বলছে তোমার মেয়েকে কি বিয়া দিবানা?তো আম্মু বললেন যে পাত্র কোথায় পাবো উনি এরপর বললেন,কেমন ছেলে লাগবে, তো আম্মু নাকি বলেছেন,আমার মেয়ের তো পছন্দ হাফেজ ছেলে, আমাকে এটা বললে আমি বেশ মজা করে আম্মুকে বলি, আমার এম্নিই কত্ত জ্বীনের সমস্যা, দেখো কোনো জ্বীন হয়তো আমারে উড়াইয়া নেওয়ার জন্য তোমার কাছে পারমিশন চাইতে আসছে।
এই স্বপ্নের কোনো মানে আছে?
একটা বিষয়, তালাক সংক্রান্ত মাস'আলা বিধিনিষেধ জানার জন্য কোনো পেইজ বা বই সাজেস্ট করবেন।