ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)তালাকের অধিকারপ্রাপ্ত কোনো মহিলা যদি বলে আমি বিবাহিত তাও একা একার মতো থাকতে হচ্ছে একথা বলাতে তার নিজের উপর তালাক পতিত হবে না, যদিও তালাকের নিয়ত মনে চলে আসুক না কেন!
(২)তালাকের অধিকারপ্রাপ্ত কোনো মহিলা যদি বলে একা একার মতো থাকতে হচ্ছে, একথা বলাতে তার নিজের উপর তালাক পতিত হবে না, যদিও তালাকের নিয়ত মনে নিয়ে বলুক না কেন!
(৩)তালাকের অধিকারপ্রাপ্ত কোনো মহিলা যদি বলে আমি বিবাহিত তাও একা একার মতো থাকতে হয় একথা বলাতে তার নিজের উপর তালাক পতিত হবে না,যদিও তালাকের নিয়ত নিয়ে বলে থাকুক না কেন!
(৪)তালাকের অধিকারপ্রাপ্ত কোনো মহিলা যদি বলে একা একার মতো থাকতে হয় একথা বলাতে তার নিজের উপর তালাক পতিত হবে না, যদিও মনে তালাকের নিয়ত নিয়ে বলুক না কেন!