ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাতের নিসাব পরিমাণ সম্পদের এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই আপনি যাকাত প্রদানযোগ্য খাতে অগ্রিম কিছু কিছু করে টাকা দিয়ে রাখতে পারবেন। এই নিয়তে যে যখন আমার যাকাত দেয়ার বছর পূর্ণ হবে তখন সেখান থেকে প্রযোজ্য যাকাতের অংক কেটে নেয়া হবে। এভাবে চিন্তা করে অগ্রিম এবং কাল্পনিক যাকাত ফান্ড তৈরি করে টাকা গুলো যাকাত প্রদানযোগ্য খাতে দিয়ে রাখা যাবে। এমনকি যাকাতের বৎসর পূর্ণ হওয়ার পূর্বে যাকাত গ্রহণের উপযোক্ত ব্যক্তির কাছেও যাকাত দেয়া যাবে। তবে শর্ত হল,দেয়ার পূর্বে বা দেয়ার সময় যাকাতের নিয়ত থাকতে হবে।
"(ولو عجل ذو نصاب) زكاته (لسنين أو لنصب صح)؛ لوجود السبب.
(قوله: ولو عجل ذو نصاب) قيد بكونه ذا نصاب؛ لأنه لو ملك أقل منه فعجل خمسة عن مائتين، ثم تم الحول على مائتين لايجوز". (293/2 ط: سعید