বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «لَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَتْرُكَ» . مُتَّفَقٌ عَلَيْهِ.
মুসলিম ভাইয়ের প্রস্তাবিত মহিলার কাছে শাদীর প্রস্তাব করো না; বরং ঐ পর্যন্ত অপেক্ষা কর, যতক্ষণ না সে তাকে শাদী করে অথবা বাদ দেয়।(সহীহ বোখারী-৪৭৬৭,মিশকাত-৩১৪৪)
মুল্লা আলী কারী রাহ উক্ত হাদীসের ব্যাখ্যায় লিখেন,
(حَتَّى يَنْكِحَ) أَيْ: كَيْ أَوْ إِلَى أَنْ يَتَزَوَّجَهَا (أَوْ يَتْرُكَ) أَيْ: نِكَاحَهَا قِيلَ الْخِطْبَةُ مَنْهِيَّةٌ إِذَا كَانَا رَاضِيَيْنِ وَتَعَيَّنَ الصَّدَاقُ لَكِنْ إِنْ تَزَوَّجَ الثَّانِي تِلْكَ الْمَرْأَةَ بِغَيْرِ إِذْنِ الْأَوَّلِ صَحَّ النِّكَاحُ وَلَكِنْ يَأْثَمُ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
সারসংক্ষেপ:
যতক্ষণ না সে তাকে বিয়ে করে অথবা বাদ দেয়-এখানে "বিয়ে করে" বলতে বোঝানো হচ্ছে, প্রথম।প্রস্তাবদাতা যতক্ষণ না বিয়ে করে নেয়, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা করবে। যখন সে দেখবে যে, প্রথম ব্যক্তি উক্ত মহিলাকে বিয়ে করে নিচ্ছে, তখন তো দ্বিতীয় ব্যক্তি নিরাশ হবে, এবং নিরাশ হয়ে সে প্রস্তাব দেয়া থেকে বিরত থাকবে।কেননা এখন তো প্রস্তাব দেয়ার জায়গাও আর বাকী নাই।(মিরকাত)
দ্বিতীয় আরেকটি ব্যখ্যা হল,
যতক্ষণ না সে তাকে বিয়ে করে অথবা বাদ দেয়-এখানে "বিয়ে করে" বলতে বোঝানো হচ্ছে, যতক্ষণ না সেই প্রথম প্রস্তাবকারী অন্যত্র বিয়ে করে নেয়, তখন দ্বিতীয় ব্যক্তির জন্য প্রস্তাব করার সুযোগ তৈরী হবে।