ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনি যেহেতু আহলে ইলম। আপনার নিকট ইলমে ওহীর জ্ঞান থাকার পরও যেহেতু ওয়াসওয়াসার জ্বালায় অতিষ্ট, কাজেই বুঝা গেল যে, আপনি সেই পর্যায়ে পৌছে গেছেন।
(২)
শুরুতেই তালাকের নিয়ত থাকা অপরিহার্য।
(৩)
তালাক হবে না।কেননা আপনি দিতে চাচ্ছেন না।তারপরও জোর করে আপনার মুখ দ্বারা তালাক বের করার চেষ্টা করা হচ্ছে, এটাই ওয়াসা।
(৪)
নতুন করে বিয়ের কোনো প্রয়োজন নাই।
(৫)
তালাক হবে না।
وَعَنْ أَبِي اللَّيْثِ لَا يَجُوزُ طَلَاقُ الْمُوَسْوِسِ يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ عَنْ الْحَاكِمِ هُوَ الْمُصَابُ فِي عَقْلِهِ إذَا تَكَلَّمَ تَكَلَّمَ بِغَيْرِ نِظَامٍ
ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে,এবং ঐ ব্যক্তি বিবেকবুদ্ধিতে সমস্যা চলে এসেছে, তাদের তালাক গ্রহণযোগ্য নয়।যখন সে কথা বলে তখন ধারাবাহিকতা রক্ষা হয়না (রদ্দুল মিহতার-৪/২২৪, বাহরুর রায়েক্ব-৫/৯১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ওয়াসওয়াসা গ্রস্থ। সুতরাং আপনার কোনো তালাকই গ্রহণযোগ্য হবে না।