আসসালামু আলাইকুম,
https://ifatwa.info/60380/ নং ফতোয়ার ২, ৩, ৪ ও ৬ নং প্রশ্নোত্তর প্রসঙ্গেঃ
1.))
২ নং প্রশ্নটি ছিলঃ
একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের রিসোর্স সংগ্রহ করে ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়, যেমনঃ Image, Font, Programming code ইত্যাদি বিভিন্ন রিসোর্সের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। আমি যে এগুলোর সমন্বয়ে নিজে একটি ওয়েবসাইট তৈরি করলাম। তাহলে কি ওয়েবসাইটটি আমার তৈরিকৃত হিসেবে উল্লেখ করা যাবে কি না?
উত্তরের শেষে বলা হয়েছে "ওয়েবসাইটটিকে আপনার নিজের তৈরিকৃত হিসেবে উল্লেখ করতে পারবেন না", এক্ষেত্রে আমার প্রশ্ন হলোঃ
প্রথমে কয়েকটি উদাহরণ দিই,
ক) একজন লেখক যখন একটি বই লেখে তখন সেই বই সে লেখকের নামেই পরিচিতি পায়। একটি বই লেখার ক্ষেত্রে বইটির কভার কিন্তু সাধারণত অন্য ব্যক্তির থেকে ডিজাইন করে নেয়া হয়, বই তৈরির বিভিন্ন কাঁচামাল যেমনঃ পৃষ্ঠা, কালি সহ যাবতীয় জিনিস অন্যত্র থেকে সংগ্রহ করা হয়। কিন্তু বইটি কিন্তু লেখকের নামেই প্রকাশ করা হয়।
খ) একটি বাড়ি তৈরির জন্য প্রয়োজন হয় ইট, বালি, লোহা, কাঠ ইত্যাদি জিনিসপত্র। যেগুলো অন্যত্র থেকে সংগ্রহ করা হয়। কিন্তু বাড়ি যারা তৈরি করে তারাই কিন্তু সেই বাড়ির প্রস্তুতকারক হিসেবে পরিচিত হয়।
গ) একটি মোবাইল তৈরির ক্ষেত্রে প্রস্তুতকারক কোম্পানি মোবাইল তৈরির কাঁচামাল কিন্তু অন্যত্র কোনো জায়গা থেকে সংগ্রহ করে থাকে। কিন্তু মোবাইল তৈরির পর মোবাইলটি সেই কোম্পানির নামেই প্রকাশিত হয়।
এরকম ভাবে পৃথিবীতে যায় কিছু মানুষ তৈরি করতে যাবে তাকে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কিছু জিনিস সংগ্রহ করে তারপর নিজে একটি জিনিস তৈরি করতে পারবে।
এখন প্রশ্ন হলোঃ তাহলে ওয়েবসাইট তৈরি করতে অন্যত্র থেকে যেসব জিনিস সংগ্রহ করা হয় সেগুলোর সমন্বয়ে নিজে একটি ওয়েবসাইট তৈরি করলে, তা কেন নিজের নামে প্রকাশ করা যাবে না?
কেননা প্রত্যেক ওয়েবসাইট তৈরি করতে হলেই এভাবে কোনো না কোনো রিসোর্স এর প্রয়োজন হয় এবং ডেভেলপার বা ডিজাইনার কিংবা কোনো প্রতিষ্ঠানের নাম সাইটটিতে উল্লেখ থাকে।
একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের কাজ কিন্তু font, image ইত্যাদি তৈরি করা না। তাকে কোথাও থেকে এগুলো সংগ্রহ করেই ওয়েবসাইট তৈরি করতে হয়। ঠিক যেমন লেখকের কাজ কিন্তু কাগজ তৈরি করা নয়, সাধারণত লেখক কিন্তু শুধু তার বইটি লিখে। কিন্তু বই প্রকাশের জন্য পৃষ্ঠা, কালির প্রয়োজন হয় যা লেখক তৈরি করে না। তেমনি ভাবে একজন ডিজাইনার বা ডেভেলপার বিভিন্ন রিসোর্স, প্রোগ্রামিং কোড এবং বিভিন্ন সফটওয়্যার টুলস এর সাহায্যে ওয়েবসাইট তৈরি করে থাকে। ওয়েবসাইটে ব্যবহৃত বাহ্যিক ওই সকল রিসোর্স কিন্তু নিজের নামে প্রকাশ করা হয় না। বরং সম্পূর্ণ যে ওয়েবসাইটটি তৈরি করা হয় সেটাকে নিজের নামে প্রকাশ করা হয়। ঠিক যেমন বাড়ি করার জন্য ইট, সিমেন্ট, লোহা ইত্যাদিকে আলাদা আলাদা ভাবে নিজের নামে প্রকাশ করা হয় না। বরং বাড়িটিকে নিজের নামে প্রকাশ করা হয়।
2.))
৩ নং প্রশ্নটি ছিলঃ
একটি বাড়ি দেখে একজনের পছন্দ হলো। সেও তার বাড়িটি ঠিক সেভাবেই তৈরি করলো এবং বললো এটি আমার বাড়ি। এক্ষেত্রে কি ডিজাইন কপি করা হলো না? সে ডিজাইন হুবুহু কপি করেছে এবং নিজে (অর্থাৎ নিজের টাকাই) বাড়িটি তৈরি করেছে। ও বলছে এটি আমার বাড়ি, এক্ষেত্রে এ বিষয়টি জায়েজ কি না?
যদি জায়েজ হয় তাহলে, একটি ওয়েবসাইটের ডিজাইন দেখে যদি কেউ নিজে সে ওয়েবসাইটটি তৈরি করে এবং বলে এটি আমার তৈরি ওয়েবসাইট তাহলে এটি জায়েজ হবে কি না?
এবং উত্তরের শেষে বলা হয়েছে, "ওয়েব সাইট দেখে হুবহু আরেকটি ওয়েবসাইট নিজের জন্য বানাতে পারবেন। তবে ব্যবসায়িক ভাবে বানাতে পারবেন না।"
৪ নং প্রশ্নটি ছিলঃ
কারোর করা কোনো ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নিজের মত তৈরি করা (হুবুহু না বরং কিছু কিছু জায়গায় অমিল থাকা) জায়েজ কি না? এবং সেই নিজের করা ডিজাইন নিজের নামে চালানো জায়েজ কি না?
উত্তরে বলা হয়েছেঃ "কারোর করা কোনো ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নিজের মত তৈরি করা (হুবুহু না বরং কিছু কিছু জায়গায় অমিল থাকা) এটাও জায়েয হবে না।এবং সেই নিজের করা ডিজাইন নিজের নামে চালানোও যাবে না।"
৩ ও ৪ নং প্রশ্ন দুটি একই রকমের, এক্ষেত্রে মনে করুন একটি সাইকেল কোম্পানি কিন্তু অন্য সাইকেলের অনুরূপ সাইকেল বানিয়ে শুধু রং, স্টিকার ও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে কমিয়ে অন্য একটি সাইকেল বাজারে বিক্রয় করে। এছাড়া একটি জামা বানাতে গেলে কিন্তু আরও একটি জামা দেখার প্রয়োজন হতে পারে। পরে জামাটি বানাতে গেলে কিন্তু কিছু জায়গায় মিল অমিল থেকেই যায়। এভাবে প্রায় সকল ধরনের জিনিসের ক্ষেত্রেই হয়ে থাকে। মানুষ কোনো না কোনো জায়গা থেকে আইডিয়া অর্থাৎ ধারণা নিয়ে তারপর একটি জিনিস তৈরি করে থাকে। যেমন কেউ কারোর থেকে কোনো ব্যবসার আইডিয়া নিল। এক্ষেত্রে কি সে তার নিজের ব্যবসার ক্ষেত্রে এমনটা বলবে যে, "এটা আমার ব্যবসা না, এটা যার থেকে আইডিয়া নিয়েছি তার ব্যবসা"। তাহলে একটি ওয়েবসাইটের ডিজাইন দেখে তার থেকে আইডিয়া নিয়ে কেন নিজের মত বানিয়ে নিজের নাম দেয়া যাবে না?
3.))
৬ নং প্রশ্নটিতে যে ইমেজের লিংক দেওয়া হয়েছিল (shorturl.at/eUVW5) তার 1 ও 2 নাম্বার ইমেজের প্রায় অনুরূপ ইমেজ আমি বিশিষ্ট ইসলামিক ইউটিউব চ্যানেল As-Sunnah Foundation এর কয়েকটি থাম্বনাইলে দেখতে পেয়েছি। সেগুলো দেখতে এমন (shorturl.at/ahmt7) এই লিংকে রয়েছে। তাহলে কি এই ধরণের ইমেজ ব্যবহার করা হারাম হচ্ছে?
আসলে পূর্বের উত্তর গুলো আমার সঠিক বোধগম্য হচ্ছে না উপরের বিষয় গুলো অনুযায়ী এজন্য পুনরায় বিস্তারিত ভাবে বললাম। এটা আমার চিন্তা থেকে বলছি জানার জন্য। আমি কিন্তু মোটেও আপনাদের উত্তরকে অসন্মান করে নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করছি না। এটা আমার চিন্তাতে আসলো এজন্য বললাম।
জাযাকাল্লাহ খায়রান