জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ رَبُّکَ الۡغَنِیُّ ذُو الرَّحۡمَۃِ ؕ اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَ یَسۡتَخۡلِفۡ مِنۡۢ بَعۡدِکُمۡ مَّا یَشَآءُ کَمَاۤ اَنۡشَاَکُمۡ مِّنۡ ذُرِّیَّۃِ قَوۡمٍ اٰخَرِیۡنَ ﴿۱۳۳﴾ؕ
তোমার প্রতিপালক অমুখাপেক্ষী, দয়াশীল। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করতে এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন; যেমন তোমাদের তিনি অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন।
(সুরা আন'আম ১৩৩)
অপর আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۲﴾
আল্লাহ অমুখাপেক্ষী, (তিনি কাহারো মুখাপেক্ষী নন,সকলেই তার মুখাপেক্ষী)।
(সুরা ইখলাস ০২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আল্লাহর আরশে সময় এর কোন প্রভাব নেই।
কেননা আল্লাহ তায়ালা অমুখাপেক্ষী, তাই সময়ের প্রভাব থাকলে সময়ের প্রতি মুখাপেক্ষীতার বিষয় আসে।
আল্লাহ তায়ালা কোনো কিছুর মুখাপেক্ষী হওয়া থেকে পবিত্র।
আরো জানুনঃ-