ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ» . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يُسْتَجَابُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعاءَ . رَوَاهُ مُسلم
২২২৭-[৫] উক্ত রাবী [আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে এ হাদীসটিও বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বান্দার (প্রতিটি) দু’আ কবূল করা হয়, যে পর্যন্ত না সে গুনাহের কাজের জন্য অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য এবং তাড়াহুড়া করে দু’আ করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! তাড়াহুড়া কি? তিনি বললেন, (দু’আ করে) এমনভাবে বলা যে, আমি (এই) দু’আ করেছি। আমি (তার জন্য) দু’আ করেছি। আমার দু’আ তো কবূল হতে দেখছি না। অতঃপর সে নিরাশ হয়ে পড়ে এবং দু’আ করা ছেড়ে দেয়। (সহীহ : মুসলিম ২৭৩৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪২৯, সহীহ ইবনু হিব্বান ৮৮১, আল আদাবুল মুফরাদ ৬৫৪, সহীহ আল জামি‘ ৭৭০৫,মিশকাত-২২২৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"হে আল্লাহ তুমি মহাপবিত্র।জীবনসঙ্গী সন্তানসন্ততি কোনকিছুর প্রয়োজন তোমার নেই।কারণ তুমি এক ও অমুখাপেক্ষী। তোমার সমতুল্য কেউ নেই।
(এ কথাগুলো সূরায়ে ইখলাছের সারমর্ম)
কিন্তু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমি তোমার এক নগন্য বান্দা।আমার জীবনসঙ্গীর প্রয়োজন আছে,সন্তানের প্রয়োজন আছে।আমি তোমার মুখাপেক্ষী ইয়া রব।তুমি তো মহাপবিত্র।আমি পবিত্র থাকতে চাই তাই তুমি আমার মনের এ পবিত্র ইচ্ছা পূরণ করো ইয়া মুজিব।"
আপনার এই দু'আতে তুলনার কিছুই দেখছি না।সুতরাং এই দু'আ নাজায়েয বা অনুত্তম হওয়ার কোনো কারণ নেই।