ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। পিতা-মাতার উপর
সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম
নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه
ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা
করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
মানসিকতা ও স্বভাবের উপরও নামের একটা প্রভাব থাকে।
أَخْبَرَنِي عَبْدُ الحَمِيدِ بْنُ
جُبَيْرِ بْنِ شَيْبَةَ، قَالَ: جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ المُسَيِّبِ،
فَحَدّثَنِي: أَنّ جَدّهُ حَزْنًا قَدِمَ عَلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ
وَسَلّمَ فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: اسْمِي حَزْنٌ، قَالَ: بَلْ أَنْتَ سَهْلٌ.
قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ:
فَمَا زَالَتْ فِينَا الحُزُونَةُ بَعْدُ.
আবদুল হুমাইদ বিন শায়বা বলেন, আমি হযরত সাঈদ ইবনুল
মুসায়্যিবের কাছে বসা ছিলাম। তিনি তখন বললেন,
আমার দাদা ‘হাযান’
একবার নবীজীর দরবারে উপস্থিত হলেন। নবীজী তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী? দাদা বললেন, আমার নাম হাযান। (হাযান অর্থ শক্তভূমি) নবীজী বললেন-
না, তুমি হচ্ছ ‘সাহল’ (অর্থাৎ
তোমার নাম হাযানের পরিবর্তে সাহল রাখো; সাহল অর্থ, নরম জমিন।) দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন
করব না। সাইদ ইবনুল মুসায়্যিব বলেন, এর ফল এই হল যে, এরপর থেকে আমাদের বংশের লোকদের মেযাজে রুঢ়তা ও কর্কশভাব
রয়ে গেল। -সহীহ বুখারী, হাদীস ৬১৯৩
সুন্দর নাম রাখার গুরুত্বপূর্ণ একটি কারণ হল, হাশরের ময়দানে- সেখানে পূর্বাপর সকল মানুষ একত্রিত
হবে এবং ব্যক্তিকে তার নাম ও তার বাবার নামসহ ডাকা হবে।
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ
الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا
أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম
নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর
নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
আরো জানুনঃ https://ifatwa.info/12074/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. ‘আল-মাজীদ’ (المجيد) অর্থ: সকল-মর্যাদার-অধিকারী
ও ‘আল-মাজিদ’ ( الماجد) অর্থ: শ্রেষ্ঠত্বের অধিকারী।
উভয়টি আল্লাহ তায়ালার নাম। যদিও বাংলাতে কেউ হয়তো ‘মাজেদ’ বা ‘মাজিদ’ লিখে। সুতরাং
প্রশ্নোক্ত ক্ষেত্রে ‘মাজেদ’ বা ‘মাজিদ’ নাম রাখা যাবে না। রাখতে হলে আব্দুল মাজেদ
বা আব্দুল মাজিদ (অর্থ: আল্লাহর; সকল-মর্যাদার-অধিকারীর বান্দা) নাম রাখতে হবে।
২.
‘আমাতুল্লাহ’ অর্থ: আল্লাহ তায়ালার বাদী। অনেক সুন্দর একটা নাম।
‘মারয়াম’ হযরত ঈসা আ. এর মায়ের
নাম। যা কুরআনুল কারীমে অনেক বার উল্লেখ রয়েছে।
‘জান্নাত’ অর্থ: বাগান, বাগিচা।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে এক
সাথে 'আমাতুল্লাহ মারয়াম জান্নাত' নাম রাখা যাবে।