আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১)যদি কোন বেক্তির মনে অনিচ্ছাকৃতভাবে আল্লাহ কে নিয়ে যদি গালিগালাজ শব্দ বার বার মনে আসে এবং পরবর্তী সময়ে সেই সমস্ত গালিগালাজ শব্দ যদি ইচ্ছাকৃতভাবে মনে করে তাহলে কি আল্লাহ কে ইচ্ছাকৃতভাবে গালি দেওয়া হবে কি?
প্রশ্ন (২) যদি কোন বেক্তি বিয়ে করার সময় দেনমোহরানার টাকা গুনে তার ইস্ত্রির হাতে দেয় কিন্তু তার ইস্ত্রি যদি টাকাটা গুনে না নেয় কিন্তু কাজি বিয়ে পড়ানোর সময় যদি তার ইস্ত্রির নাম ধরে বলে অমুক এতো টাকা বুঝিয়া পাইয়া আপনাকে সামী হিসাবে কবুল করেছে আপনি তাকে ইস্ত্রি হিসাবে কবুল করুন তাহলে তাদের বিয়ে কি শুদ্ধ হবে?
★এখানে কনে তো টাকা গুনে বুঝে নেয় নাই বর টাকাটা তো বুঝিয়ে দেয় নাই তাই বিবাহ শুদ্ধ হবে কি?