بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/36578/?show=36578#q36578 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
পবিত্র কুরআন শরিফে এসেছে
لَّعْنَتَ اللَّهِ عَلَى
الْكَاذِبِينَ [٣:٦١
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}
হাদিস শরিফে এসেছে,
সাফওয়ান ইবন সুলাইম বলেন,
قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ :
أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ
الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ
كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )
রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস
করা হয়েছে, মুমিন
কি কাপুরুষ হতে পারে? তিনি
উত্তর দিলেন, হ্যাঁ।
জিজ্ঞেস করা হয়েছে, মুমিন
কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে,
মুমিন কি মিথ্যাবাদী হতে পারে?
তিনি উত্তর দিলেন,
না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) অর্থাৎ মুমিনের
বিভিন্ন চারিত্রিক ত্রুটি থাকতে পারে, তবু সে মিথ্যা বলতে পারে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ
مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়,
সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা,
হাদীস নং-২৩১৪৭,
সহীহ মুসলিম,
হাদীস নং-১৬৪,
সুনানে দারেমী,
হাদীস নং-২৫৮৩,
সুনানে ইবনে মাজাহ,
হাদীস নং-২২২৫,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
আরো জানুনঃ
https://ifatwa.info/4573/
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন !
প্রশ্নেল্লিখিত ছুরতে যদি কোম্পানী কর্তৃপক্ষ পূর্ব থেকেই নিষেধ
করেন যে, একজনের কাজ আর একজন করতে পারবেন না, যার কাজ তাকেই করতে হবে তাহলে প্রশ্নেল্লিখিত
পন্থা অবলম্বন করা আপনার জন্য জায়েয হবে না। তবে হ্যাঁ, যদি তাদের উদ্দেশ্য হয় কাজ
আদায় করা, সেটি যার মাধ্যমেই হোক না কেন! তাদের নির্বাচিত ব্যক্তিগন যদি নিজের কাজ
অন্যের দ্বারা আদায় করলেও যদি তাদের কোন আপত্তি না থাকে তাহলে তা জায়েয আছে।