আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
146 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
সাধারণ হায়েজ ৭ দিন পর্যন্ত হয়ে থাকে এই সময়ে এমনি তাহাজ্জুদ এ দোয়া চাইতে পারি কিন্তু সিজদাহ্ তে রবের সবচেয়ে কাছে যাওয়া যায়। আমি যদি এই সময়ে সিজদাহ্ তে দোয়া গুলো করি এটা কি আমার জন্যে জায়েজ হবে?

1 Answer

0 votes
by (680,760 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


সেজদাহ নামাযের একটি অন্যতম রুকন। তাই এর মধ্যে সেসব শর্তই প্রযোজ্য যা নামাযের জন্য জরুরী। যেহেতু নামাযের জন্য পবিত্রতা আবশ্যক। সেই হিসেবে হায়েজ অবস্থায় সেজদাহ দেয়া নিষেধ।

হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُقْبَلُ صَلَاةُ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাক-পবিত্রতা ছাড়া সালাত (সালাত/নামায/নামাজ) এবং হারাম ধন-সম্পদের দান-খয়রাত কবূল হয় না।
(মুসলিম ২২৪,মিশকাত ৩০১।)

ফাতওয়ার কিতাবে আছেঃ- 

إنَّ الْحَيْضَ يَتَعَلَّقُ بِهِ أَحْكَامٌ:….. يُحَرِّمُ سُجُودَ التِّلَاوَةِ وَالشُّكْرِ وَيَمْنَعُ صِحَّتَهُ (البحر الرائق، كتاب الطهارة، باب الحيض، ما يمنعه الحيض-1/203-204)
সারমর্মঃ-
হায়েজার উপর সেজদায়ে তিলাওয়াত,সেজদায়ে শোকর হারাম।

قَالَ أَصْحَابُنَا وَفِي مَعْنَى الصَّلَاةِ سُجُودُ التِّلَاوَةِ وَالشُّكْرِ فَيَحْرُمَانِ عَلَى الْحَائِضِ والنفساء كما تحرم صلاة الجنازة لان الطَّهَارَةَ شَرْطٌ (المجموع شرح المهذب، كتاب الحيض-2/353)
সারমর্মঃ-
সেজদায়ে তিলাওয়াত,সেজদায়ে শোকর এর মধ্যে নামাজের অর্থ বিদ্যমান, বিধায় তাহা হায়েজ নেফাস গ্রস্থ মহিলার উপর হারাম।
যেমন জানাযা নামাজ হারাম। কেননা পবিত্রতা শর্ত। 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
হায়েজ অবস্থায় এভাবে সেজদায় গিয়ে দোয়া করা জায়েজ হবেনা।
এতে গুনাহ হবে।

এমতাবস্থায় আপনি এমনিতেই দোয়া করবেন।

(উল্লেখ্য যে কিছু কিছু ইসলামী ব্যাংক মতে এভাবে সেজদাহ৷ আদায় করা যায়,সুতরাং শুধুমাত্র তাদের মতানুসারীগন তথা সেই মাযহাব অনুসারীগন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।) 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...