আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১) কোন বেক্তি যদি মুরতাদ হয় আবার ইমান আনে এইভাবে যদি তিনের অধিকবার মুরতাদ হয় আবার ইমান আনে এবং তার স্ত্রীকে যদি আবার চতুর্থবার বিবাহ করে তাহলে কি তার বিবাহ কি শুদ্ধ হবে? এবং তার স্ত্রী কি তার স্ত্রী হিসাবে ইসলামে থাকবে?
প্রশ্ন (২) যদি কোন বেক্তি (তা...) নিয়তে তার স্ত্রীকে ঘড় থেকে বের করে দেয় কিন্তু যদি মুখে কোন শব্দ উচ্চারন না করে এবং ঘড় থেকে বের করে দেওয়ার কারন যদি স্ত্রীকেও না বলে তাহলে তার স্ত্রীর উপর কোন কিছু পতিত হবে কি?
জাজাকাল্লাহ।