আসসালামু আলাইকুম শাইখ।
১/ শাইখ আমি নিয়্যাত করেছিলাম আমার মাসিক ইনকামের ১০% সাদাকাহ করব। এটা আমার স্ত্রীও জানতেন। গত কয়েকমাস করেছি। এইমাসে নফস বলছিল, এই মাসে বাদ দেই, আগামীমাসে দিব। তাই আমি আমার স্ত্রীকে শুনিয়েই বলেছি, "আল্লাহর কসম সাদাকাহ করব। কসম করেছি, তাই নফসের অনিচ্ছা যতই হোক তা আমাকে আর বাধা দিতে পারবে না। কারণ রবের কসম করেছি।" মুলত অন্তরের দোটানা থেকে বাচতেই আমি এটা করি।
এরপরে থেকে মনে হচ্ছে, আমি কি রিয়া করে ফেললাম ? আমার সাদাকাহ গুলো কি ধ্বংস হয়ে গেল। শাইখ এটা কি রিয়া নাকি ওয়াসওয়াসা ?
২/ কোন আমলের শুরুতে যদি রিয়া সন্দেহ হয়, তাহলে কি নতুন করে নিয়্যাত করে নিয়ে উক্ত আমল কবুলযোগ্য হবে কিনা ? আমলের মাঝে কি পুণরায় নিয়াত শুদ্ধ করে নেয়া যায় ?