ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) একজন মহিলার জন্য১৪ জন পরুষ মাহরাম।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2722
(২) আগের দেনমোহর এখনও বাকি আছে। প্রায় অর্ধেকের মত দেওয়া আছে। বাদবাকী গুলো স্বামী দিবে এবং স্ত্রী গ্রহণ করবে।স্বামীর উপর মহর প্রদাণ করা ওয়াজিব।আপনি অতিদ্রুত স্ত্রীকে মহর প্রদান করবেন।
(৩) জ্বী,আপনার বিবি ও কি কালেমা শাহাদাত পড়বে। কালেমায়ে শাহাদত পড়ে নিলে কোনো সমস্যা হবে না।
(৪)
প্রশ্নটি অস্পষ্ট।
কুফরি কালাম বলে নিলে ঈমান নবায়ন করতে হয়।
(৫) আপনার পূর্বের আমল বরবাদ হবে না।
(৬) সমস্যা, সন্তানে কোনো সমস্যা হবে না।
(৭) ওয়েবসাইটেই প্রশ্ন করবেন। পাবলিকলি মুবাইল নাম্বার না দেয়া ভালো। আপনি মেইল করতে পারেন, প্রুফাইলে গিয়ে মেইল করবেন।