ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়া যাবে কি না? তা নিয়ে মতপার্থক্য বিদ্যমান রয়েছে।হানাফি ফিকহ অনুযায়ী সূরায়ে ফাতেহা পড়া যাবে না।
(২)
ইমাম সাহেব উচ্ছস্বরে কিরাত পড়েন বা নিম্নস্বরে পড়েন, কোনো অবস্থাতেই মুক্তাদি কিরাত পড়তে পারবে না।
(৩)
মাগরীবের সালাতে জামাতে তৃতীয় রাকাত পেয়েছি ইমাম সালাম ফেরানোর পর এক রাকাত পরার পর বসব নাকি দুই রাকাত পরার পর বসব?
(৪)
নাকি অতিতের কাজা নামাজগুলোই অনুমান করে আদায় করে নিতে হবে এবং পাশাপাশি যথাসম্ভব নফল নামাযও পড়ে নিতে হবে।
(৫)
শুকরিয়া আদায়ের জন্য সিজদা করার রুখসত রয়েছে।
(৬)
ওযু, গোসল, করার স্থানে প্রস্রাব করা যাবে না।
(৭)
ইউরোপ-আমেরিকা বা কোনো ইহুদি খ্রিস্টানদের দেশে স্থায়ী ভাবে থাকা বা কাজ করা যাবে না, তবে দাওয়াত দেওয়া উদ্দেশ্য হলে থাকা যাবে।
(৮)
মোবাইল এর মাইক এর ভিতরে নাপাকি চলে গেলে,তা যদি এক দিরহামের কম হয়, তাহলে এই মুবাইল বহন করে নামায পড়া যাবে। এই মোবাইল দ্বারা কোরআন তেলোয়াত শ্রবণ করা যাবে না।তবে এছাড়া অন্যান্য ইসলামিক কাজ করতে পারবেন।