আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ফেইসবুকে একটি পোষ্ট পড়েছি, এর সত্যতা জানতে চাচ্ছিলাম।
পোস্টটি নিম্নে কপি করে দেওয়া হলো :-
••• ভরণ পোষণের ক্ষেত্রে মা’ নাকি স্ত্রী অগ্রগণ্য ? •••
*** নিঃসন্দেহে সন্তানদের জন্য মা- বাবা অত্যন্ত সম্মানিত ব্যক্তি । পাশাপাশি স্ত্রী ও সন্তানদের প্রতিও স্বামীর দায়িত্ব অপরিসীম ।
*** খাবার/ দাবার / চিকিৎসা ও যাবতীয় খরচ প্রদানের ক্ষেত্রে সর্বপ্রথম কে হক্বদার বা সর্বাধিক হক্বদার ? মা- বাবা নাকি স্ত্রী ? এ বিষয়ে ইসলাম কি বলে ?
*** মহানবী সাঃ বলেছেন “ সর্বপ্রথম নিজের জন্য ব্যয় করো । অতঃপর তোমার পরিবারের জন্য । ( অর্থাৎ স্ত্রী ) । অতঃপর তোমার আত্মীয়দের জন্য ব্যয় করো । ( অর্থাৎ মা’ । তারপর বাবা ) । এরপর যদি আরো ব্যয় করার থেকে থাকে, ডানে বামে , সামনে যাকে ইচ্ছা দিতে পারো ।”
ছহীহ মুসলিম ৯৯৭
*** এক ব্যক্তি মহানবী সাঃকে প্রশ্ন করলেন “ আমার কাছে একটি দীনার আছে ? “ মহানবী সাঃ বললেন “ এটা তোমার জন্য ব্যয় করো ।” এরপর লোকটি বললেন …
আমার কাছে আরো একটি দীনার আছে ।
…. তোমার স্ত্রীর জন্য ব্যয় করো ।
আমার কাছে আরো একটি দীনার আছে ।
… তোমার সন্তানের জন্য ব্যয় করো ।
আমার কাছে আরো একটি দীনার আছে ।
…. তোমার বুয়ার জন্য ব্যয় করো ।
আমার কাছে আরো একটি দীনার আছে ।
…. তোমার ইচ্ছা । দেখতে পারো ।
সুনানে আবু দাউদ ১৬৯১
সুনানে নাসাঈ
আল ইরওয়া ৮৯৫
শায়খ নাসিরুদ্দীন আলবানী রহঃ হাদিসটিকে ছহীহ বলেছেন ।
*** সকল আলেমদের ঐক্যবদ্ধ ফতওয়া হলো “ স্ত্রীর সর্বপ্রকার খরচ বহন করা স্বামীর উপর ওয়াজীব ।”
*** ইমাম নববী রহঃ বললেন “ মা- বাবা সহ সকলের খরচ বহন করার সামর্থ না থাকলে এমতাবস্থায় একমাত্র স্ত্রীর ব্যয়ভার বহন করতে হবে । সেই হক্বদার ।”
روضة الطالبين ٩٣/٩
*** শায়খ সালেহ উসাইমিন রহঃ বলেন “ ব্যক্তি প্রথমে খরচ করবে নিজের জন্য । অতঃপর স্ত্রীর জন্য । অতঃপর সন্তানের জন্য । অতঃপর মা- বাবা’র জন্য । অতঃপর অন্যান্য আত্মীয়- স্বজন ।”
فتح ذي الجلال و الاكرام ٥/١٩٤
শায়খ বিন বায রহঃও একই মত পোষণ করেন ।
*** স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ ও যাবতীয় খরচ প্রদানের পর সম্পদ থাকলেই মা- বাবা’র জন্য খরচ করা ওয়াজীব হবে । এটাই ফতওয়া । বাকি আল্লাহই ভালো জানেন ।
উপরে উল্লেখিত পোস্টটি সম্পূর্ন ই কপি করে দেওয়া, এর সত্যতা, কতটুকু সঠিক, কুরআন সুন্নাহর আলোকে, জানতে চাচ্ছিলাম।