বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বৃহস্পতিবার দিন পরবর্তী শুক্রবার রাত বা শুক্রবার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের কথা হাদীসে এসেছে।
হযরত আবু সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত
عن أبي سعيد الخدري قال : " من قرأ سورة الكهف ليلة الجمعة أضاء له من النور فيما بينه وبين البيت العتيق "
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি শুক্রবার রাত বা শুক্রবার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে।তার এবং কা'বা ঘরের মধ্যবর্তী স্থানকে নুর দ্বারা ভরপুর করে দেয়া হবে।(সুনানে দারেমি-৩৪০৭,সহীহুল জা'মে-৬৪৭১)
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
وعن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ سورة الكهف في يوم الجمعة سطع له نور من تحت قدمه إلى عنان السماء يضيء له يوم القيامة ، وغفر له ما بين الجمعتين ".
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করবে,তার পদপৃষ্ঠ থেকে আকাশের উপর পর্যন্ত কিয়ামতের দিন আলোকিত হবে।এবং পরবর্তী জুমুআহ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া হবে।(আত-তারগিব-১/২৯৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6643
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা কাহাফকে আরবীতেই মুখস্থ করতে হবে।এটাই ধারাবারিক চলে আসছে।যদি কেউ শতচেষ্টার পরও আরবীতে মুখস্থ করতে না পেরে তরজমা শিখে, তাহলে সম্ভাবনা রয়েছে যে, সেও সম্ভবত এর ফযিলত পাবে।