১। এই বিষয়ে অন্যান্য মাযহাবের কি মত? সেগুলো সম্পর্কে কি জানাতে পারবেন?
২। আর আমি হানাফি মাযহাবের ই এক ফতোয়া তে পড়েছি যে তিনবার ধুয়ার বদলে নাপাকি দূর করতে যে পরিমাণ পানি প্রয়োজন তার তিনগুণ পানি দিয়ে একবার ধুলেও সেটি পাক হবে। এভাবে করলে পাক হবে না?
৩। যদি প্রবাহিত পানিতে যেমন ট্যাপের নিচে ধুয়া হয় সেক্ষেত্রে বিধান কি? যেহেতু বড় মাদুর পুরোটা ট্যাপের নিচে জায়গা নিবে না সেক্ষেত্রে আমি যদি মাদুরের একটা অংশ ট্যাপের নিচে রেখে দিই এবং পানি প্রবাহিত হয়ে মাদুরের অন্য পাশ দিয়েও যায় সেক্ষেত্রে কি মাদুরটি পাক হবে না?