https://ifatwa.info/58986/ আপনি এই প্রশ্নটি আবার ভালো করে পড়ে আমাকে উত্তর দিন,আমার মনে হয় আপনি আমার প্রশ্নটি ভালো করে পড়েন নাই, এখানে আমি বলেছি আমার তালাক্বের উদ্দেশ্য ছিলো না,নিয়ত নিয়ে সংশয়ে আছি,কনফার্ম বলতে পারছিনা,আমার নিয়ত নিয়ে সন্দেহ আছে,হয়তো খুব সম্ভবত সে আমার মেসেজ এর রিপ্লাই না দেওয়ার কারণে তার উপর আমি বিরক্ত হয়ে রাগ করে এই কথাগুলো বলি কিনা খুব সঠিক খেয়াল আসতেছে না হুজুর, এবং আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম এবং মানসিক চিন্তায় ভুঘছিলাম,ওয়াসওয়াসায় ভুগতে ভুগতেই আমার এই অবস্থা হয়েছে,এবং আপনি আমার পূর্বের প্রশ্নের উত্তরেও বলেছেন যে আমি ওয়াসওয়াসার রোগী, রাগ করে বলে দিয়েছি যে "তোর সাথে আমার সংসার হবে না, আমিও করবোনা তোর সাথে সংসার,তোর আব্বা আম্মারে জানা জলদি" একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে কি বললে কি হয়ে যাবে সেটা সে উপলব্ধি করতে পারে নাহ, আর এই বাক্যটা বললে কি ঘটে যাবে সেটা নিয়ে আমার জ্ঞ্যান নেই বল্লেই চলে,আমি জানি শুধু স্পষ্ট তালাক্ব শব্দ বললেই তালাক্ব হয়,
https://ifatwa.info/33310/ এই প্রশ্নটা দেখুন, আমার প্রশ্ন থেকেও অনেক ক্রিটিকাল, কিন্তু এখানে তার নিয়ত ছিলো না তাই তালাক্ব হয়নি কিন্তু আমার প্রশ্নটা ঐ প্রশ্ন থেকে অনেক সাধারণ কিন্তু আমার নিয়ত নিয়ে সন্দেহ থাকার পরেও আমার স্ত্রী নাকি তালাক্ব হয়ে গিয়েছে, এতটুকু সাধারণ কথার মাধ্যমে যদি একটা পবিত্র বন্ধনে বিচ্ছেদ হয়ে যায় তাহলে কোথায় যাবো?প্লিজ হুজুর আমাকে একটু হেল্প করেন কি করবো বুঝতে পারছি না