স্ত্রী হায়েজ থেকে পবিত্র হওয়ার পর তালাক দেওয়ার নিয়ম সেটা জানা থাকা সত্ত্বেও স্বামী স্ত্রীর উপর ক্ষুব্ধ হয়ে বলে ফেলে, "এই মাসে মাসিক হলে এক তালাক পতিত হবে।"
এখানে স্বামী কোন ক্যালেন্ডারের মাস তা উল্লেখ করেনি। এক্ষেত্রে স্ত্রীর যদি অক্টোবরে বা তার কিছু দিন পরে হায়েজ হয় তাহলে হুকুম কী হবে?
তালাক হলে তাদের দেখা-সাক্ষাৎ বা তারা কিভাবে চলাফেরা করবে? উল্লেখ্য, স্বামী চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে নিজ জেলার বাইরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকে, স্বামীর পৈতৃক বাড়িতে স্ত্রীকে রাখার কোনও পরিবেশ নেই।