আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
199 views
in সালাত(Prayer) by (9 points)
edited by
السلام عليكم
و رحمة الله و بركاته
প্রশ্ন: আমরা স্থায়ীভাবে গ্রামের বাড়িতে চলে যাব । বাসে করে ৩১০ কিলোমিটার পথ যেতে প্রায় সাড়ে সাত ঘন্টা সময় লাগে । (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫/৬ টা) এর মধ্যে ৩/৪ টার দিকে নাস্তা করতে কিছুক্ষণের জন্য বাস থামানো হয় ।

সেদিন আমি যোহর, আসর ও মাগরিবের সালাত কিভাবে আদায় করব?

(আমাকে আবার সাদা স্রাবের সমস্যার জন্য প্রত্যেক ওয়াক্ত সালাত নতুন অজু দিয়ে পড়তে বলা হয়েছে । সেক্ষেত্রে আমি বাসা থেকে ওজু করে বের হলেও তো সেটা যোহরের ওয়াক্তেই কাজে আসবে না! আর নাস্তার টাইমে যোহরের অজু করলে তাতো আসর আর মাগবের সময় কাজে আসবে না!)

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

পানি যদি পাওয়া না যায়,তাহলে তায়াম্মুম করে নামাজ আদায় করার কথা বলা হয়েছে।

আল্লাহ তা'আলা বলেন,
فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

যদি পানিপ্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমন্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল।(সূরা নিসা-৪৩)

আল্লাহ তাআলা বলেন,
إِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا
“আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস কর এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।”(সূরা মায়েদা: ৬)

ومن عجز عن استعماله لبعده ميلا….. تيمم لهذه الأعذار كلها، (رد المحتار، باب التيمم-1/232، 236)
যার সারমর্ম হলো এ সমস্ত ওযরের কারনে তায়াম্মুম করা জায়েজ আছে।    

শরীয়তের বিধান অনুযায়ী মাটি দ্বারা তায়াম্মুম করা যায়, (জমিন ছাড়া) মাটি জাতীয় অন্যান্য জিনিসের উপরও তায়াম্মুম করা জায়েজ আছে; যেমন, মাটি, বালু, পাথর, বিলাতী মাটি, পাথর চুন, হরিতাল, সুরমা, গেরুমাটি ইত্যাদি। 
,
★সুতরাং আপনি তায়াম্মুম করা যায় এমন কিছু বস্তু নিয়েই গাড়িতে উঠবেন। 

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি তায়াম্মুম করে গাড়িতেই নামাজ আদায় করতে পারবেন। 
,
উল্লেখ্য যে ৩/৪ টার দিকে যখন বাস নাস্তা করার জন্য থামবে,তখন জোহরের ওয়াক্ত থাকলে আপনি সেখানে নেমে গিয়ে অযু করে জোহরের ওয়াক্তের  নামাজ আদায় করবেন।
কোন সময়ে গাড়ি নিশ্চিত থামবে,সেটা আগেই জেনে নিয়ে কাজ করতে হবে। 
যদি আপনি জেনে নেন যে এমন টাইমে গাড়ি থামবে,যেই সময়ে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে।
তাহলে আপনি জোহরের নামাজ তায়াম্মুম করে গাড়িতেই আদায় করে নাস্তার ব্রেকের সময় অযু করে আছরের নামাজ আদায় করবেন। 
,
গাড়িতে কিভাবে নামাজ আদায় করবেন,বিস্তারিত জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...