জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পানি যদি পাওয়া না যায়,তাহলে তায়াম্মুম করে নামাজ আদায় করার কথা বলা হয়েছে।
আল্লাহ তা'আলা বলেন,
فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللّهَ كَانَ عَفُوًّا غَفُورًا
যদি পানিপ্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমন্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল।(সূরা নিসা-৪৩)
আল্লাহ তাআলা বলেন,
إِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا
“আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস কর এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।”(সূরা মায়েদা: ৬)
ومن عجز عن استعماله لبعده ميلا….. تيمم لهذه الأعذار كلها، (رد المحتار، باب التيمم-1/232، 236)
যার সারমর্ম হলো এ সমস্ত ওযরের কারনে তায়াম্মুম করা জায়েজ আছে।
শরীয়তের বিধান অনুযায়ী মাটি দ্বারা তায়াম্মুম করা যায়, (জমিন ছাড়া) মাটি জাতীয় অন্যান্য জিনিসের উপরও তায়াম্মুম করা জায়েজ আছে; যেমন, মাটি, বালু, পাথর, বিলাতী মাটি, পাথর চুন, হরিতাল, সুরমা, গেরুমাটি ইত্যাদি।
,
★সুতরাং আপনি তায়াম্মুম করা যায় এমন কিছু বস্তু নিয়েই গাড়িতে উঠবেন।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি তায়াম্মুম করে গাড়িতেই নামাজ আদায় করতে পারবেন।
,
উল্লেখ্য যে ৩/৪ টার দিকে যখন বাস নাস্তা করার জন্য থামবে,তখন জোহরের ওয়াক্ত থাকলে আপনি সেখানে নেমে গিয়ে অযু করে জোহরের ওয়াক্তের নামাজ আদায় করবেন।
কোন সময়ে গাড়ি নিশ্চিত থামবে,সেটা আগেই জেনে নিয়ে কাজ করতে হবে।
যদি আপনি জেনে নেন যে এমন টাইমে গাড়ি থামবে,যেই সময়ে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে।
তাহলে আপনি জোহরের নামাজ তায়াম্মুম করে গাড়িতেই আদায় করে নাস্তার ব্রেকের সময় অযু করে আছরের নামাজ আদায় করবেন।
,
গাড়িতে কিভাবে নামাজ আদায় করবেন,বিস্তারিত জানুনঃ